
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এখন তিনিই ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক। তবে পূর্বসূরি বিরাট কোহলিকে যে এখনও দলের নেতাই থাকবেন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রোহিত শর্মা। সঙ্গে জানালেন, টি-টোয়েন্টিতে বিরাটের গড় ৫০-এর বেশি। যা অবিশ্বাস্য।
বৃহস্পতিবার 'ব্যাকস্টেজ উইথ বোরিয়া' অনুষ্ঠানে সাংবাদিক বোরিয়া মজুমদার রোহিতকে প্রশ্ন করেন, সাদা বলের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে বিরাটকে কতটা প্রয়োজন হবে ভারতীয় দলের। সেই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ওর (বিরাটের) যা মান, সেরকম ব্যাটসম্যান সর্বদাই স্কোয়াডে থাকা জরুরি। টি-টোয়েন্টিতে ৫০-এর গড় আছে - অবিশ্বাস্য, অভাবনীয়। ওর যা অভিজ্ঞতা.... ভারতকে অসংখ্যবার কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। ওর মতো ব্যাটসম্যানকে অবশ্যই চাই। ও এখনও এই দলের নেতা। সেইসব বিষয়গুলি মিলিযে আপনি কখনওই সুযোগ (পড়ুন বিরাটকে) হারাতে চাইবেন না। ওরকম বিষয়কে কেউ এড়িয়ে যেতে পারেন না। দলে ওর উপস্থিতি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমাদের দলকে আরও মজবুত করবে।’
এমনিতে বুধবার একেবারে আড়ম্বরহীনভাবে বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই। এমনকী পৃথকভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়নি। দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার বিজ্ঞপ্তিতেই নীচে এক বাক্যে জানানো হয়েছে, আগামিদিনে একদিন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত। তাতে বিরাটের নামও নেওয়া হয়নি। সাফল্যের সঙ্গে (পরিসংখ্যান অনুযায়ী) ৫০ ওভারের ক্রিকেটে ভারতের নেতৃত্ব দিলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের তরফে একটা শব্দও খরচ করা হয়নি। টুইটারেও যে ঘোষণা করা হয়, তাতেও বিরাটের নাম নেওয়া হয়নি। রোহিতের ছবি এবং নাম দেওয়া হয়। তাঁকে ট্যাগ করা হয়। যিনি দিনকয়েক আগেই বিরাটের হাত থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েছেন। তার ফলে এবার থেকে শুধুমাত্র টেস্টেই নেতৃত্ব দেবেন বিরাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus