বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: ৭৩ রান করতে নেমে ৫৪-তে অল-আউট গুজরাট, রঞ্জিতে ইতিহাস বিদর্ভের! সেঞ্চুরি রিঙ্কুর
পরবর্তী খবর
Ranji Trophy: ৭৩ রান করতে নেমে ৫৪-তে অল-আউট গুজরাট, রঞ্জিতে ইতিহাস বিদর্ভের! সেঞ্চুরি রিঙ্কুর
1 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2023, 12:15 PM ISTAyan Das
Ranji Trophy: রঞ্জির ষষ্ঠ রাউন্ডে জয়ের জন্য চতুর্থ ইনিংসে গুজরাটের সামনে ৭৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই রানটাও তুলতে পারেননি হেত প্যাটেলরা। ৫৪ রানেই অল-আউট হয়ে যান। ইতিহাস গড়ে ফেলে বিদর্ভ।
রঞ্জিতে ইতিহাস গড়ল বিদর্ভ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ল বিদর্ভ। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম তাড়া রক্ষা করে জয়ের নজির গড়লেন ফৈজ ফয়জলরা। ৫৪ রানেই অল-আউট করে দেন গুজরাটকে। তারইমধ্যে সাময়িক ছন্দপতনের পর পুরনো ফর্মে ফিরেছেন রিঙ্কু সিং। ওড়িশার বিরুদ্ধে ১৪৮ বলে ১০৮ রান করেন।
বিদর্ভ বনাম গুজরাট ম্যাচ
রঞ্জির ষষ্ঠ রাউন্ডে জয়ের জন্য চতুর্থ ইনিংসে গুজরাটের সামনে ৭৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই রানটাও তুলতে পারেননি হেত প্যাটেলরা। ৫৪ রানেই অল-আউট হয়ে যান। ৭৩ রান তাড়া করতে নেমে কিছুটা চেষ্টা করেছিলেন শুধুমাত্র সিদ্ধার্থ দেশাই। সর্বোচ্চ ১৮ রান করেন তিনি। কিন্তু বাকিরা দাঁড়াতেই পারেননি। দেশাই ছাড়া গুজরাটের কোনও ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শেষপর্যন্ত ৩৩.৩ ওভারে ৫৪ রানে অল-আউট হয়ে যায় গুজরাট। ১৮ রানে জিতে যান ফয়জলরা। বিদর্ভের হয়ে আগুনে বোলিং করেন আদিত্য সারওয়াতে। ১৫.৩ ওভারে ১৭ রান দিয়ে ছয় উইকেট নেন তিনটি উইকেট নেন হর্ষ দুবে। নয় ওভারে ১১ রান দেন তিনি। দেশাই রান-আউট হন।
অথচ প্রথমদিনের পর একবারও মনে হয়নি যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ প্রথম ইনিংসে মাত্র ৭৪ রানে অল-আউট হয়ে গিয়েছিল বিদর্ভ। জবাবে ২৫৬ রান করেছিল গুজরাট। দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান তোলে বিদর্ভ। ৭৩ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে গুজরাটের সামনে। কিন্তু বিদর্ভের সামনে ধসে গেল গুজরাট।
)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।