
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি আসন্ন মরশুমের পাকিস্তান সুপার লিগের জন্য খেলোয়াড়দের ড্রাফট আয়োজিত হয়েছিল। সেখানে বহু যুদ্ধের সঙ্গী কামরান আকমলকে পুনরায় পেশোয়ার জালমি তাদের দলে নেন। তবে এরপরেই চূড়ান্ত নাটকীয়ভাবে তাঁকে অসম্মান করা হয়েছে জানিয়ে জালমিকে তাঁকে ছেড়ে দিতে বলে।
আদপে পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কামরানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের ড্রাফটে একেবারে সিলভার ক্যাটাগরিতে রাখে। এত নীচু ক্যাটাগরিতে রাখার ফলেই তাঁকে অসম্মান করা হয়েছে বলে গোঁসা হন কামরান। তবে প্রথমে পিএসলে খেলবেন না বলে জানিয়ে দিলেও বুধবার (১৬ ডিসেম্বর) হৃদয় পরিবর্তন করেছেন প্রাক্তন পাক তারকা উইকেটকিপার।
espncricinfo-কে কামরান বলেন, ‘বিষয়টা কখনও আর্থিক ছিল না। তেমন হলে বহুদিন আগেই আমি জালমি ছেড়ে দিতাম। আমি কোনোদিনও ওদের ছাড়ার কথা ওই হিসেবে ভাবিনি। আমার পরিবারের মতো জালমি। এই গোটা প্রক্রিয়াটা বেশ বিস্ময়কর ছিল এবং বোর্ড কীভাবে সিনিয়ার ক্রিকেটারদের অসম্মান করে, এটা সেটাই দেখায়। আমি এখনও ফুরিয়ে যাইনি। আন্তর্জাতিক স্তরে আর আমি খেলতে পারব না জানি, তবে পিএসএলে এখনও আমার অনেক কিছু দেওয়ার আছে। জালমি আমার গর্ব এবং আমি ওদের হয়েই খেলব।’
সিলভার ক্যাটাগরিতে ৩৯ বছর বয়সী কামরানকে দলে নিলেও তাঁরা যে বিগত ছয় বছর ধরে তাঁদের হয়ে খেলা পাক তারকাকে সব সময়ই দলে নিতে আগ্রহী ছিল, সেকথাও দলের কোচ মহম্মদ আক্রম সাফ জানিয়ে দেন। তিনি বলেন, ‘কামরানকে আমরা সম্মান করি। সিলভার ক্যাটাগরিতে ওকে দলে নেওয়াটা সবসময়ই আমাদের পরিকল্পনায় ছিল, যেহেতু ড্রাফটই ঠিক করে কোন খেলোয়াড়কে কখন নেওয়া হবে। আমরা তো নিজেদের রাইট টু ম্যাচ কার্ডও ওর কথা ভেবেই বাঁচিয়ে রেখেছিলাম যাতে ওকে অন্য কেউ না নিতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports