
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
PSL 2023 শনিবার অনেক ধুমধাম করে শেষ হয়েছে কারণ লাহোরে কালান্দার্স মুলতান সুলতানদের এক রানে পরাজিত করে তাদের দ্বিতীয়বার শিরোপা জিতেছে। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রাইলি রোসোর অর্ধশতক থাকা সত্ত্বেও সুলতানরা ২০ ওভারে ১৯৯/৮ এ সীমাবদ্ধ ছিল। এদিকে, লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি দুরন্ত ফর্মে ছিলেন এবং চারটি উইকেট পান, রশিদ খান দুটি ডিসমিসাল করেছিলেন। ফাইনালের আগে এক সাংবাদিক সম্মেলন করেছিলেন নাজাম শেঠি। এই সাংবাদিক সম্মেলনে এসে তিনি পাকিস্তান সুপার লিগের সাফল্যের কথা শোনাতে থাকেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন যে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর ডিজিটাল মিডিয়া আইপিএলের চেয়েও ভালো পারফর্ম করেছে। আইপিএলের সঙ্গে পিএসএলের ডিজিটাল রেটিং তুলনা করে তিনি বলেছিলেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিজিটাল রেটিং ১৩০ মিলিয়নের কাছাকাছি থাকলেও পাকিস্তানের সুপার লিগের ডিজিটাল রেটিং পয়েন্ট ছিল ১৫০ মিলিয়নের উপরে। এটাকে পাকিস্তানের বড় সাফল্য বলেও মনে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি।
আরও পড়ুন… ভিডিয়ো: ভালো শুরু করেও আউট বিরাট, হতাশ জাদেজা বিরত করলেন রিভিউ নেওয়া থেকে
সাংবাদিক সম্মেলনে নাজাম শেঠি বলেছেন, ‘বিশ্বাস করুন, পিএসএলের মাত্র অর্ধেকই হয়েছিল সেই মুহূর্তে... আমি জিজ্ঞেস করলাম আমাদের ডিজিটাল রেটিং কী? তাঁরা বলেছিলেন যে জিও টিভিতে যখন নাজাম শেঠির শো চলছিল, তখন চ্যানেলের রেটিং পয়েন্ট ছিল দশমিক পাঁচ বা দশমিক ছয় রেটিং পয়েন্ট পেত। এখন পাকিস্তান সুপার লিগ ১১ এর বেশি রেটিং পাচ্ছে। সুতরাং আপনি নিজেই চিন্তা করুন টিভি রেটিং পিএসএল কতদূর পৌঁছেছে। সুতরাং এখন যখন এটি সম্পূর্ণ হবে, আমি মনে করি এটি ১৮ বা ২০ তে পৌঁছাতে পারে।’
নাজাম শেঠি আরও বলেন, ‘এ ছাড়া, ডিজিটাল রেটিং সংক্রান্ত যে তথ্য আমরা পেয়েছি তা ছিল ১৫ মিলিয়নেরও বেশি। এটা কোন ছোট বিষয় নয়। এই পর্যায়ে আইপিএলের ডিজিটাল রেটিং ছিল ১৩০ মিলিয়নের কাছাকাছি এবং আমাদের ১৫০ মিলিয়নের বেশি। তাই এটা পাকিস্তানের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।’ আপনাদের বলে রাখি, চ্যাম্পিয়নশিপের লড়াই-এ মুলতান সুলতানসকে ১ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো পিএসএল শিরোপা জিতেছে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। এর আগে পিএসএলের সপ্তম আসরে মুলতানকে হারিয়েছিল লাহোর। ফাইনালে প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। জবাবে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানদের দল শেষ বলের ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ১৯৯ রান করতে পারে।
আরও পড়ুন… ODI-এ সবথেকে কম ওভারে রান তাড়া করা, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নয়া কৃতিত্ব
লাহোরের ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান সুলতানদের শুরুটা ভালো হয়। উসমান খান ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের মধ্যে প্রথম উইকেটে ৪১ রানের জুটি গড়ে ওঠে। ১২ বলে ১৮ রান করে আউট হন উসমান। এরপর রিজওয়ান ও রিলি রোসোর মধ্যে অর্ধশতকের জুটি গড়ে ওঠে। কিন্তু ৩২ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফেরেন রিলি। এর কিছুক্ষণ পর মহম্মদ রিজওয়ানও ৩৪ রান করে আউট হন। কায়রন পোলার্ডও তেমন কিছু করতে পারেননি, আউট হন ১৯ রান করে। টিম ডেভিড ২০ রান করেন। শাহিন আফ্রিদি তাঁর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মুলতানকে পিছনে ফেলে দেন। কিন্তু হ্যারিস রউফের ওভারে মুলতানের সংগ্রহ ২২ রান। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু মুলতানের দল মাত্র ১১ রান করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১ রানে জয় পায় শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports