পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা আবারও এশিয়া কাপ ২০২৩ নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। রামিজ রাজা বলে দিয়েছেন যে, ২০২৩ এশিয়া কাপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করার কথা বিবেচনা করতে পারেন, যদি পাকিস্তানের থেকে এশিয়া কাপ সরে যায়। তাও ভারতের প্রসঙ্গত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, এ কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এমনও শোনা যাচ্ছে, পাকিস্তানের থেকে এশিয়া কাপ সরে যেতে পারে।
আরও পড়ুন: পোলার্ডকে সান্ত্বনা পুরষ্কার দিল Mumbai Indians, বড় দায়িত্ব পেলেন রশিদও
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের ফাঁকে রামিজ রাজা বলেছেন, ‘এটা নয় যে, আমাদের আয়োজন করার অধিকার নেই এবং আমরা এটি আয়োজনের জন্য আবেদন করছি। আমরা ন্যায্য অধিকারে জিতেছি। ভারত না এলে তারাও যাবে না। যদি পাকিস্তানের কাছ থেকে এশিয়া কাপ কেড়ে নেওয়া হয়, আমরা হয়তো নাম প্রত্যাহার করে নেব।’
অক্টোবরে, ভারতীয় বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পরে বলেছিলেন যে, ‘এশিয়া কাপ ২০২৩ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।’ কারণ ভারত পাকিস্তানে যেতে পারবে না। শাহের কয়েক দিন পরে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন যে, ভারতের পাকিস্তান সফর নির্ভর করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের উপর।
আরও পড়ুন: তারকা অল-রাউন্ডারকে ছাড়াই অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামবে ভারত, ঘোষিত হল দল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।