
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ঝুলে থাকল ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের ভাগ্য। রবিবার পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জিতলেও তাঁর পদক নিশ্চিত হয়নি। সূত্রের খবর, তাঁকে যে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে অভিযোগ জমা পড়েছে। যদিও ভারতীয় শিবির নিশ্চিত যে পোডিয়ামে উঠতে চলেছেন বিনোদ।
রবিবার ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে পঞ্চম চেষ্টায় ১৯.৯১ মিটার ছোড়েন ভারতীয় অ্যাথলিট। সঙ্গে গড়েন এশিয়ান রেকর্ড। সেই থ্রোয়ের সুবাদে প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে নেন বিনোদ। যদিও কিছুক্ষণ পর প্যারালিম্পিক্সের আয়োজকদের তরফে জানানো হয়, পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের ফলাফল নিয়ে আপাতত পর্যালোচনা চলছে। বিবৃতিতে বলা হয়েছে, পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগের ক্লাসিফিকেশন প্রক্রিয়া আপাতত পর্যালোচনার পর্যায়ে আছে। পদক বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। তা সোমবার হবে।
প্যারালিম্পিক্সের আয়োজকদের তরফে কোনও খেলোয়াড়ের নাম প্রকাশ না করা হলেও ভারতীয় শিবির সূত্রে খবর, বিনোদকে যে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিশ্চয়ই কোনও প্রতিপক্ষ তা চ্যালেঞ্জ করেছেন। তাই আপাতত পদক দেওয়া হয়নি। তা সত্ত্বেও ভারতীয় শিবির নিশ্চিত যে টোকিও প্যারালিম্পিক্সে ভারতের তৃতীয় পদকটা বিনোদের গলায় ঝুলবে। ভারতীয় দলের ডেপুটি শেফ দ্য মিশন আরহান বাগাতি সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘মাত্র চারদিন আগে ওঁর (বিনোদ কুমার) ক্লাসিফিকেশন প্রক্রিয়া করা হয়েছিল। আমি ওখানে ছিলাম। প্যারালিম্পিক্সের তিনজন ক্লাসিফিয়ার বিনোদ কুমার এফ-৫২ গ্রুপের মধ্যে রেখেছেন। অভিযোগ জমা পড়লেও আমরা আত্মবিশ্বাসী যে পর্যালোচনার পরও বিনোদই পদক জিতবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports