
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- অলিম্পিক্সে মানেই সারা বিশ্বের বিভিন্ন ক্রীড়া বিভাগের মহাতারকার সমাগম ঘটে। একেবারে চাঁদের হাট বসে যায়। মহাতারকারা এসে উপস্থিত হন তাঁর দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। প্যারিস অলিম্পিক্সও তার ব্যতিক্রম নয়। এবারের অলিম্পিক্সে রয়েছে মোট ৩২টি ক্রীড়া বিভাগ। যে বিভাগে অংশ নিচ্ছেন ১০,৫০০ জনের বেশি অ্যাথলিট। তাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিভাগের তারকারা। রয়েছেন এমন তারকারা, যাঁদের কিংবদন্তি হয়ে ওঠার সুযোগ রয়েছে। কে নেই সেখানে? রয়েছেন ক্যাটি লেডেকি থেকে সিমোনে বাইলস, লেব্রন জেমস থেকে রাফায়েল নাদাল। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই মহাতারকাদের।
এবারের অলিম্পিক্স নানা দিক থেকে উল্লেখযোগ্য। প্রায় ২০৬ দেশের ১০,৫০০ হাজার অ্যাথলিটের মধ্যে এবারেই পুরুষ এবং মহিলা প্রতিযোগীর সংখ্যা একেবারে সমান-সমান। যা গেমসের ইতিহাসে প্রথমবার ঘটছে। এবারের অলিম্পিকে ৩২ টি খেলায় রয়েছে মোট ৩৩৯ টি ইভেন্ট।আসুন একনজরে দেখে নেওয়া যাক এই ইভেন্টগুলোর বিভিন্ন দেশের তারকাদের
১) সিমোনে বাইলস :-
জিমন্যাস্টিক্সের ইতিহাসে অন্যতম সেরা অ্যাথলিট সিমোনে। এটি তাঁর তৃতীয় অলিম্পিক্স হতে চলেছে। ২০১৬ সালের অলিম্পিক্স থেকে টানা তিনবার তিনি অলিম্পিক্সে আসার যোগ্যতা অর্জন করেছেন। জুনে ইউএস অলিম্পিক্স দলের ট্রায়াল হয়। সেখানে অলরাউন্ড বিভাগে তিনি জয়ী হন। তিনি অলিম্পিক্সে ইতিমধ্যেই চারটি সোনা জিতেছেন। ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে তিনি মানসিক স্বাস্থ্যের কথা সামনে এনে একাধিক ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ডাক্তারি পরিভাষায় যাকে বলে 'টুইটিস' অর্থাৎ মাঝ-আকাশে তাঁর 'স্প্যাটিয়াল' সচেতনতার অভাব ঘটছিল। আর এই কারণেই তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। তবে সেই সমস্ত ঘটনা এখন অতীত। এই মুহূর্তে ২৭ বছরের বাইলস ফের তৈরি হচ্ছেন প্যারিস গেমসে দেশকে গৌরবান্বিত করতে।
২) রাফায়েল নাদাল:-
২২ বারের গ্রান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল ৩৮ বছর বয়সে এসেও এখনও যথেষ্ট ক্ষুরধার। এবারের প্যারিস গেমসের আসরে টেনিস খেলা হবে ক্লে কোর্টে। আর সেখানেই তিনি পুরুষ ডাবলসে খেলতে জুটি বেঁধেছেন অপর এক স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের সঙ্গে। ঘটনাচক্রে এই ক্লে কোর্টে যে গ্রান্ডস্ল্যাম খেলা হয়, সেই ফরাসি ওপেনে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন রেকর্ড ১৪ বার। ২০২৩ সাল থেকেই তিনি নিতম্বের সমস্যায় ভুগছেন। এই বছরে তিনি ফরাসি ওপেনে ফিরে আসেন। তার পরেই তাঁর মাসেল ছিঁড়ে গেলে ফের সমস্যায় পড়েন তিনি। আপাতত সেইসব সমস্যা তিনি পিছনে ফেলে কোর্টে ফিরে এসেছেন। ২০০৮ সালে বেজিংয়ে তিনি সিঙ্গলসে এবং ২০১৬ সালে রিওতে তিনি ডাবলসে সোনা জিতেছিলেন।
৩) শেলি অ্যান ফ্রেজার প্রাইস :-
সাম্প্রতিক সময়ে অলিম্পিক্সে জামাইকা থেকে একের পর এক দৌড়বিদ উঠে এসেছেন। ছেলেদের বিভাগে উসেইন বোল্ট যদি রাজা হয়ে থাকেন, তবে মেয়েদের বিভাগে অ্যাথলেটিক্সে নিঃসন্দেহে রানি হলেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস। এটা তাঁর পঞ্চম অলিম্পিক্স। তিনি মেয়েদের ১০০ মিটারে এবার দৌড়াবেন। ৩৭ বছরের ফ্রেজারের ঝুলিতে রয়েছে আটটি অলিম্পিক পদক। যার মধ্যে রয়েছে তিনটি সোনা। ২০২৪ অলিম্পিক্স খেলেই তিনি অবসর নেবেন।
৪) ভিক্টর ওয়েনবানইয়ামা :-
এই বছরেই এই ফরাসি তারকা এনবিএ 'রুকি অফ দ্যা ইয়ার ' সম্মান পেয়েছেন। তাঁর একহাতে করা ডাঙ্ক এখন পৃথিবী বিখ্যাত। ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের ম্যাচে ফ্রান্সের বাস্কেটবল দল হেরেছিল আমেরিকার কাছে। এবার সেই ইতিহাস বদলে ফেলতে চায় তারা। ভিক্টরের উচ্চতা সাত ফুট চার ইঞ্চি। যা প্যারিস গেমসে সর্বাধিক। আশা করা হচ্ছে, ভিক্টর সমৃদ্ধ ফরাসি পুরুষদের বাস্কেট বল দল এবার প্যারিস গেমসে ভালো পারফরম্যান্স করবেন।
৪) সেইলেব ড্রেসেল:
২০২১ সালের টোকিয়ো অলিম্পিক্সে তিনটি সোনার পদক পান তিনি।এবার তার মধ্যে দুটি বিভাগে তিনি কোয়ালিফাই করেছেন। দুটি সোনা তিনি ধরে রাখার লড়াই চালাবেন। ৫০ মিটার ফ্রি স্টাইল এবং ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুরুষ বিভাগে লড়াই করবেন এই প্রতিষ্ঠিত সাঁতারু।
৫) এলিউড কিপচোগে :-
ম্যারাথন বিভাগে কেনিয়ার এই লেজেন্ডকে এবারও দেখা যাবে প্যারিস গেমসে। তিনি গত দুই অলিম্পিক্সে সোনা জিতেছেন।এবার তাঁর তৃতীয় সোনা পেতে লড়াই করবেন। ২০১৯ সালে একটি আনঅফিসিয়াল ম্যারাথন ইভেন্টে তিনি দুই ঘন্টার কম সময়ে শেষ করে নজির গড়েছিলেন।
৬) লেব্রন জেমস :-
এটি তাঁর চতুর্থ অলিম্পিক্স। ২০১২ থেকে তিনি টানা খেলছেন। সম্প্রতি এনবিএতে করিম আবদুল জাব্বারকে টপকে তিনি সর্বাধিক পয়েন্ট স্কোরার হয়েছেন। গতবার ও তিনি আমেরিকার হয়ে সোনা জিতেছেন । এবারেও এই ৪০ বছর বয়সিকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখছেন আমেরিকার বাস্কেটবলের সমর্থকরা।
৭) ক্যাটি লেডেকি:-
একাধিক ফ্রিস্টাইল ইভেন্টে কোয়ালিফাই করেছেন আমেরিকার এই কিংবদন্তি সাঁতারু। এবার তাঁকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার দল। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি অলিম্পিক পদক এবং ২১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক।
৮) নাওমি ওসাকা :-
সদ্য শেষ হওয়া উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরেছেন তিনি। তবে ১৫ মাস এই খেলাটা থেকে দূরে থাকার পরে ফিরে এসে তাঁর শুরুটা খারাপ হয়নি। মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতেই তিনি খেলা থেকে দূরে সরে গিয়েছিলেন। ২৬ বছর বয়সি এই তারকা শেষ অলিম্পিক্সে তাঁর দেশের 'টর্চ বেয়ারার' ছিলেন। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে চারটি গ্রান্ডস্ল্যামের খেতাব।
৯) স্কাই ব্রাউন:-
টোকিয়োয় মাত্র ১৩ বছর বয়সে পার্ক স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতে ব্রিটেনের হয়ে কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েছিলেন তিনি। গত বছর ব্রিটেনের হয়ে প্রথম স্কেট বোর্ডার হিসেবে জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এবারে ১৬ বছর বয়সী এই তারকা স্কেট বোর্ডিং এবং সার্ফিং দুটি খেলাতে অংশ নেবেন। ব্রিটেনের ক্রীড়াপ্রেমীরা আশা রাখছেন দেশের হয়ে এবার দুটি সোনা জিতবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports