একবার ফাঁকা গ্যালারিতে র্যাকেট ছুড়ে দিলেন। একবার মাথা গরম করে নেটের পোস্টে সপাটে র্যাকেট দিয়ে মেরে বসলেন। টোকিয়োর মারাত্মক গরমের মধ্যে ব্রোঞ্জ পদকের এভাবেই একাধিকবার মেজাজ হারালেন নোভাক জকোভিচ। পরে অবশ্য সেই আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন সার্বিয়ান তারকা।
(টোকিও অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
‘গোল্ডেন স্ল্যাম’-এর স্বপ্নভঙ্গ হওয়ার পর শনিবার টোকিয়োয় ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে নামেন জকোভিচ। কিন্তু প্রথম সেটেই হেরে বসেন। ৬-৪ ব্যবধানে জেতেন স্পেনের পাবলো ক্যারেনা বুস্তা। দ্বিতীয় সেটেই কার্যত হেরে যাচ্ছিলেন জকোভিচ। শেষপর্যন্ত স্নায়ু ধরে নির্ণায়ক সেটে নিয়ে যান ম্যাচ। তারইমধ্যে দ্বিতীয় সেটের টাইব্রেকারে ম্যাচ পয়েন্ট বাঁচানোর পর তৃতীয় সেটের প্রথম গেমেই স্পেনীয় তারকার একটি ভলির রিটার্ন দিতে পারেননি। ছিটেফোঁটা নিজের ছন্দে না থাকা জকোভিচ ফাঁকা কোর্টে র্যাকেট ছুড়ে দেন। তা পঞ্চম সারিতে গিয়ে পড়ে। তবে তাঁকে সতর্ক করেননি চেয়ার আম্পায়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।