বাংলা নিউজ > ময়দান > NZ vs ENG 2nd Test, 2nd Day: মুরলির রেকর্ড ভাঙলেন, কিউয়িদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরালেন অ্যান্ডারসন, সঙ্গ দিলেন লিচ

NZ vs ENG 2nd Test, 2nd Day: মুরলির রেকর্ড ভাঙলেন, কিউয়িদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরালেন অ্যান্ডারসন, সঙ্গ দিলেন লিচ

দুরন্ত ছন্দে জেমস অ্যান্ডারসন।

প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের দরকার ছিল ভালো শুরু। কিন্তু সেটা একেবারেই ঘটতে দিলেন না জিমি অ্যান্ডারসন। প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পিছনে ক্যাচ দেন ডেভন কনওয়ে। জিমিই শুরুতেই কোমর ভাঙেন নিউজিল্যান্ডের। আর সেই ধারাই ধরে রাখেন জ্যাক লিচ।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে দুরন্ত ছন্দে রয়েছেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তিনি তাঁর মুকুটে আরও একটি পালক যোগ করেছেন। ৪০ বছর বয়সে অ্যান্ডারসন রীতিমতো আগুনে পারফরম্যান্স করে চলেছেন। তাঁর দাপটেই বেশ বেকায়দায় নিউজিল্যান্ড। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে তিনি এই কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। ম্যাচের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে আউট করে এই কীর্তি গড়েন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া বোলার হয়েছেন তিনি।

উল্লেখ্য, এই রেকর্ডটি আগে ছিল শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার মুথাইয়া মুরলিধরনের নামে। দ্বিতীয় ইনিংসে তিনি মোট ২২৮ উইকেট নিয়েছিলেনন। যেটা এত দিন ছিল সর্বোচ্চ। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর পর অ্যান্ডারসনের দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা এখন ২৩১টি। তবে মুথাইয়া মুরলিধরনের প্রথম ও তৃতীয় ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখনও তাঁর নামেই রয়েছে। মুরলি প্রথম ইনিংসে ২৩০টি উইকেট এবং তৃতীয় ইনিংসে ২৩৬টি উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীঘ্রই দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে মুরলিধরন ৮০উইকেট, শেন ওয়ার্ন ৭০৮ এবং জেমস অ্যান্ডারসন ৬৮৫ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: হরমন তো ব্যাটটাই ভুল হাতে ধরেছিল, রান আউট নিয়ে বিস্ফোরক প্রাক্তন অধিনায়ক

এ দিকে ইংল্যান্ডের ব্যাটাররাও দুরন্ত ছন্দে রানের পাহাড় গড়ে ফেলে। ৮ উইকেটে ৪৩৫ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দ্বিতীয় দিনের শুরুতে সকলেই ইংল্যান্ডের হ্যারি ব্রুকের দ্বিশতরানের অপেক্ষায় ছিল। প্রথম দিনে ৬৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৩১৫ রান তুলেছিল ইংল্যান্ড। ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত ছিলেন ব্রুক ও জো রুট। কিন্তু তাঁকে ১৮৬ রানেই থামায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তবে ১৫৩ করে অপরাজিত থাকেন জো রুট। ইংল্যান্ডের বাকিরা কেউ অবশ্য কুড়ি রানের গণ্ডি টপকাননি। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। টিম সাউদি এবং নেইল ওয়াগনার ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ICC ট্রফি জিতিনি তাই নাকি আমি ব্যর্থ ক্যাপ্টেন! 'সাফল্যের' ফিরিস্তি দিয়ে আক্ষেপ কোহলির

প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের দরকার ছিল ভালো শুরু। কিন্তু সেটা একেবারেই ঘটতে দিলেন না জিমি অ্যান্ডারসন। প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেটের পিছনে ক্যাচ দেন ডেভন কনওয়ে। আর এক ওপেনার টম লাথাম অবশ্য টিকেছেন ২১তম ওভার পর্যন্ত। তার আগে অ্যান্ডারসনের শিকার হয়ে ফেরেন কেন উইলিয়ামসন (৪) এবং উইল ইয়ং (২)। জিমির এই ৩ উইকেটের সব কটিতেই ক্যাচ নেন ফোকস।

অ্যান্ডারসনের পর ব্রিটিশ বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন জ্যাক লিচ। বাঁ-হাতি এই স্পিনারের প্রথম শিকার দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলে রাখা লাথাম। ৩৫ রান করে এই ওপেনার রিভার্স সুইপ মারতে গিয়ে স্লিপে রুটের হাতে ক্যাচ দেন।

স্কোরবোর্ডে রান ১০০ হওয়ার আগেই লিচের শিকার হয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস (৩০) এবং ড্যারিল মিচেলও (১৩)। স্টুয়ার্ট ব্রড মাইকেল ব্রেসওয়েলকে তুলে নিলে ১০৩ রানেই সপ্তম উইকেট হারায় নিউজিল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত টম ব্লান্ডেলকে নিয়ে লড়াই চালাচ্ছিলেন টিম সাউদি। ব্লান্ডেল অপরাজিত ৫৫ বলে ২৫ রানে, অধিনায়ক সাউদি ১৮ বলে ২৩ রান করে ক্রিজে রয়েছেন। অ্যান্ডারসন ৩৭ রানে ৩ উইকেট উইকেট তুলে নিয়েছেন। ৪৫ রানে লিচও ৩ উইকেট নিয়েছেন। স্টুয়ার্ড ব্রড ১ উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জগন্নাথদেবের ৫৬ ভোগে কী কী নিবেদন করা হয়? কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজি চলল সামশেরগঞ্জে, আক্রান্ত দুই কিশোর পড়ুয়া বাংলাদেশ সীমান্তের কাছে স্টেশনে নাশকতার আশঙ্কা, নজরদারি বাড়ানোর নির্দেশ রেলের মা উড়ালপুরে মোটরসাইকেল দুর্ঘটনা, ৪০ মিনিট ধরে কাতরে মৃত্যু যুবকের ‘কাঞ্চন লোটা-কম্বল গুছিয়ে…’! বুলেট সরোজিনীতে শ্রীময়ীকে দেখে কী বলছে বর ‘মাত্র ৭০০ জন!', মেলবোর্নে কম দর্শক দেখেই কী মঞ্চে উঠতে চাননি নেহা? এল নতুন তথ্য 'বুলেট সরোজিনী'তে বড় চমক শ্রীময়ীর! সঙ্গে অর্ণব-দিয়া-অভিষেকের খুনসুটি পোর্টালে আপলোড করতে হবে নথি, বেআইনি ইটভাটা নিয়ে পদক্ষেপ প্রশাসনের কাশ্মীরের জঙ্গলে কি লুকিয়ে পহেলগাঁও জঙ্গি হাশিম মুসা? বিস্ফোরক তথ্য রিপোর্টে সাবধান, বাড়িতে ব্যবহার করছেন এক্সটেনশন বোর্ড? এই ৭ ভুল করলেই ভয়ানক দুর্ঘটনা ঘটত

Latest sports News in Bangla

Kalinga Super Cup 2025 Semi-Finals: মোহনবাগানের সামনে এবার গোয়ার কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার আনসেলোত্তি- রিপোর্ট মোহনবাগানের নির্বাচনী উত্তাপ বাড়িয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু ৪ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, পকেটে প্রায় ২০০০ কোটি টাকা যতবার I-League জিতেছি, তত বছর ওরা জন্মায়নি, ইন্টার কাশীকে চরম কটাক্ষ চার্চিলের? ছুটির দিনে অফিস বন্ধ…CAS-র আদেশের বিপরীতে গিয়ে চার্চিলকে I-League ট্রফি দিল AIFF I-League নাটকে নতুন মোড়, চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণায় ক্রীড়া আদালতের স্থগিতাদেশ পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদ! ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় ভলিবল দল ৩ লাল কার্ড! উত্তপ্ত কোপা ডেল রের ফাইনালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা মোহনবাগান কখনও হারে না! KBFCকে হারিয়ে সুপার কাপ সেমিতে উঠে হুঙ্কার দীপক টাংরির

IPL 2025 News in Bangla

ধনশ্রীকে ডিভোর্স দেওয়ার পরে মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাটে উঠলেন যুজবেন্দ্র চাহাল রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? আচমকাই রিঙ্কুর গালে থাপ্পড় কুলদীপের, রেগে লাল KKR তারকা, উঠছে নির্বাসনের দাবি জন্মদিনে জয়! DC-র বিরুদ্ধে মাঠে নামার আগে KKR-এর টিম মিটিংয়ে কী বলেছিলেন রাসেল? ও সবসময় আগে প্র্যাকটিসে চলে আসে, কঠোর পরিশ্রম করে… রাহানের গলায় নারিনের প্রশংসা ব্যাট হাতে ২৭ রান, বল নিয়ে ৩ উইকেট! ম্যাচের সেরা হয়েও কাদের কৃতিত্ব দিলেন নারিন কেমন আছেন অক্ষর প্যাটেল? KKR-এর কাছে হেরে নিজের চোট নিয়ে কথা বললেন DC ক্যাপ্টেন নারিনের স্পিন জালে জড়ালেন অক্ষররা, উত্তেজক জয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল KKR ১০৬ মিটারের ছয়, ৪টি DRS, দুরন্ত ক্যাচ, ৩ বলে ৩ উইকেট, যত কাণ্ড স্টার্কের ১ ওভারে তোমাদের বেবিটা এমন শট খেলছে যেন অনেক অভিজ্ঞ… বৈভবকে নিয়ে কী বললেন ধোনি-কোহলি?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.