ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়কে অহংকারী বলে অভিযুক্ত করেছিলেন। কপিল দেব বলেছিলেন যে ভারতীয় দলের কিছু খেলোয়াড় অর্থের জন্য অহংকারী হয়ে উঠেছেন। খেলোয়াড়রা মনে করে যে তারা সবকিছু জানে এবং পরামর্শের জন্য তাঁরা অভিজ্ঞদের কাছেও যায় না। এমন কি তারা গাভাসকরের কাছেও যায় না তাঁরা। এবার এরই জবাব দিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একেবারে নিজের স্টাইলেই ওয়েস্ট ইন্ডিজ থেকে কপিল দেবকে জবাব দিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। তৃতীয় ওডিআইয়ের আগে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে রবীন্দ্র জাদেজা বলেছিলেন যে প্রাক্তন খেলোয়াড়দের তাদের মতামত প্রকাশ করা উচিত। তবে কপিলের অভিযোগের কোনও সত্যতা নেই।
কপিল দেবের কটূক্তির জবাবে রবীন্দ্র জাদেজা বলেছিলেন যে ভারত ম্যাচ হারলে লোকেরা এমন মন্তব্য করেই থাকে। জাদেজা বলেন, খেলোয়াড়রা শুধুমাত্র ভারতের হয়ে ম্যাচ জেতার দিকে মনোনিবেশ করে এবং এটা ছাড়া তাদের কাছে ব্যক্তিগত কোনও এজেন্ডা থাকে না। রবীন্দ্র জাদেজা বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের তাদের মতামত জানানোর অধিকার আছে, কিন্তু আমি মনে করি না এই দলে কোনও অহংকার আছে। সকলেই তাদের ক্রিকেট উপভোগ করছে এবং সকলেই কঠোর পরিশ্রম করছে।’ কেউই কোনও কিছুকে হালকা ভাবে নেননি। তারা প্রত্যেকেই তাদের ১০০ শতাংশ দিচ্ছে। ভারতীয় দল ম্যাচ হারলে সাধারণত এই ধরনের মন্তব্য ভেসে আসে।’
রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘এটি তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটি ভালো দল। আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি এবং এটাই আমাদের মূল লক্ষ্য। ব্যক্তিগত কোনও এজেন্ডা নেই।’ এর আগে সুনীল গাভাসকরের কথার রেশকে টেনে ধরে কপিল দেব বলেছিলেন যে, ‘আমার বিশ্বাস একজন অভিজ্ঞ ব্যক্তি সাহায্য করতে পারেন। অনেক সময় খুব বেশি টাকা এলে অহংকারও আসে।’ কপিল বলেছিলেন, ‘এই ক্রিকেটাররা মনে করেন তারা সব জানেন। এটাই পার্থক্য। আমি বলব অনেক ক্রিকেটার আছে যাদের সাহায্য দরকার। যখন সুনীল গাভাসকর আছেন, আপনি কেন তাঁর সঙ্গে কথা বলেন না? অহংকার কোথায়? তারা মনে করে তাঁরা যথেষ্ট ভালো করছে।’ এরপরেই বিতর্কের আগুন বাইশ গজের ভিতরে জ্বলতে থাকে। শেষ পর্যন্ত ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জেও সেই আগুন পৌঁছে গিয়েছিল। এবার সেখানেই কপিলের কথার জবাব দিলেন রবীন্দ্র জাদেজা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।