একটা রান-আউট। তাতেই হৃদয় ভেঙে গিয়েছিল ১০০ কোটির বেশি মানুষের। আবার সেই রান-আউটের পরই কেন উইলিয়ামসনরা নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠতে চলেছে নিউজিল্যান্ড। সেই রান-আউট নিয়ে এবার মুখ খুললেন নিউজিল্যান্ডের তারকারা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের আগে সরকারি সম্প্রচারকারী সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে ২০১৯ সালের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির সেই রান-আউট নিয়ে কথা বলতে শোনা গিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদিরা। কে কী বলেছেন, তা দেখে নিন -
- কেন উইলিয়ামসন: আমার মনে হয়, (সেইসময়) আমি মিড-অফে ছিলাম। যেখানে সাধারণত আমি ফিল্ডিং করি। ওটা নিশ্চিতভাবে ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। ওই দূরত্ব থেকে ডিরেক্ট থ্রোয়ে মার্টিন গাপ্টিল যে রান-আউট করেছিল, সেটা অবিশ্বাস্য। ওটা নিশ্চিতভাবে বিশাল বড় উইকেট ছিল। ওই রান-আউটের ফলে ম্যাচ জেতার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম।
আরও পড়ুন: MS Dhoni retires: ‘যদি ডাইভটা দিতাম!' বিশ্বকাপের রান আউট নিয়ে একান্ত কী বলেছিলেন ধোনি?
- টম লাথাম: আমি কোথায় ছিলাম? আমার উইকেটের পিছনে থাকা উচিত ছিল। কিন্তু আসলে আমি বলের পিছনে ছুটিলাম। গাপ্টিল আমার আগে বল পেয়ে গিয়েছিল। তাই আমি আশা করছিলাম যে উইকেটের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে। কিন্তু ও একেবারে সোজাসুজি উইকেটে বল মেরেছিল। যা আমাদের মারাত্মক কাজে দিয়েছিল।
- মার্টিন গাপ্টিল: কলিন ডি গ্র্যান্ডহোমও ওখানে ছিল। ওখান থেকে ডিরেক্ট হিট হতেই হত। আমার মনে হয়, ও (ধোনি) যেখানে ছিল, সেখান থেকে কেউ বল নিয়ে উইকেটে মারলে ধোনি ক্রিজে ঢুকে যেত। আউট হত না। ম্যাচটা কী ছিল।
আরও পড়ুন: MS Dhoni: CSK-এর জন্য ধোনি এখনও সেরা অধিনায়ক- তবে মাহির বিকল্প তৈরি করতে বলছেন হরভজন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।