প্রস্তুতি তুঙ্গে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপর শুরু হবে ক্রিকেট বিশ্বের মহাযুদ্ধ। একদিনের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। যা প্রথমবারের মতো এককভাবে খেলা হবে ভারতে। আইসিসি থেকে ভারতীয় বোর্ড এই টুর্নামেন্টে কোনও খামতি রাখতে চাইছে না। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। এই আবহে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠান করে নিল আইসিসি। ট্রফি হাতে নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বক্তব্য রাখছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আইসিসি। সেখানে রোহিতকে বলতে শোনা গিয়েছে, 'আমি এর আগে এত কাছ থেকে কোনও দিন এই ট্রফি দেখিনি।'
২০১১ সালের শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই দলে রোহিত শর্মা ছিলেন না। তারপর পর পর দুটি বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছে রোহিতদের। ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে দলে থাকলেও অধিনায়ক ছিলেন না রোহিত শর্মা। ফলে ট্রফি হাতে নিয়ে দেখার সুযোগ পাননি তিনি। এই প্রথমবার বিশ্বকাপে অধিনায়ক হিসাবে নামছেন হিটম্যান। তাই নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্বকাপ হাতে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন ভারত অধিনায়ক।
ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ইনস্টাগ্রামে বিশ্বকাপ হাতে নিয়ে রোহিতের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়োতে রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, 'আমরা এই বিশ্বকাপের জন্য নিজেদেরকে পুরােপুরি ভাবে প্রস্তুত করছি। যাতে এই বিশ্বকাপ আমাদের কাছেই থাকে, তার জন্য রকম চেষ্টা চালাচ্ছি। এই বছর ঘরের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। ফলে আমরা এই বছর আবার দেশে ফিরে এসেছি, তাই আশা করি আমরা সবকিছু ঘুরিয়ে দিতে পারব। আমি আগে কোনওদিন এত কাছ থেকে এই ট্রফি দেখিনি। এটা দেখতে অসাধারণ। আশা করি আমরা এই বিশ্বকাপ জিততে পারবো।'
৫ অক্টোবর থেকে খেলা শুরু হলেও ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। ১৪ অক্টোবর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এবার বিশ্বকাপ শুধুমাত্র ভারতে খেলা হবে। ২০১১ সালের বিশ্বকাপ এশিয়ার আরও দুটি দেশ অর্থাৎ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যৌথ ভাবে আয়োজন করে। ঘরের মাঠে খেলা হলেও দলের চার নম্বর জায়গা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। দীর্ঘদিন ধরে এই চার নম্বর জায়গার জন্য ভুগতে হচ্ছে ভারতকে। শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল এই দুই ক্রিকেটারই চোট আঘাতের সমস্যায় ভুগছেন। দল ঘোষণা করার পরও এই বিষয়টা পরিষ্কার হবে ভারত চার নম্বর জায়গায় কাকে খেলানোর কথা ভাবছে। তবে বিশ্বকাপ নিয়ে যে উত্তাপ এবং উন্মাদনা অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।