
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যাট হাতে একা লড়াই চালালেন রাহুল ত্রিপাঠী। দলের বাকিদের কাছ থেকে তেমন একটা সাহায্য পেলেন না মোটেও। বোলাররা পালটা লড়াই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বটে, তবে হাতে বড়সড় পুঁজি না থাকায় শেষরক্ষা হয়নি। ফলে এলিমিনেটরে পুণেরি বাপ্পার কাছে হেরে এবারের মতো মহারাষ্ট্র প্রিমিয়র লিগ অভিযান শেষ করতে হয় ঈগল নাসিক টাইটানসকে।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে নাসিককে শুরুতে ব্যাট করতে পাঠায় পুণেরি বাপ্পা। মন্দ আবহাওয়ায় ১৮ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ানো ম্যাচে নাশিক ৮ উইকেটের বিনিময়ে ১৩১ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ত্রিপাঠী। তিনি ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। ৪১ বলের আগ্রাসী ইনিংসে রাহুল ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
নাসিকের আর কোনও ব্যাটসম্যানই দলকে নির্ভরতা দিতে পারেননি। মান্দার ভান্ডারী ১৩, কৌশল তাম্বে ৪, সিদ্ধেশ বীর ৮, বরুণ দেশপান্ডে ১২, ধনরাজ শিন্ডে ১৮, আদিত্য রাজহাস ৩, ইজহান শায়েদ ৩ ও প্রশান্ত সোলাঙ্কি অপরাজিত ২ রান করেন।
পুণেরি বাপ্পার হয়ে ২টি করে উইকেট নেন সচিন ভোসালে, সোহান জামালে ও রোহন দামলে। ১টি উইকেট নিয়েছেন পীযূষ সালভি। উইকেট পাননি আদিত্য দাওয়ারে ও শুভম তসওয়াল।
পালটা ব্যাট করতে নেমে পুণেরি বাপ্পা একেবারে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। তারা ১৭.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩২ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে পুণেরি বাপ্পা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় রাহুল ত্রিপাঠীদের।
পুণেরি বাপ্পার হয়ে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন অদ্বয় শিধায়ে। এছাড়া পবন শাহ ২৫, শুভম তসওয়াল ১০, শ্রীপদ নিম্বালকর ৭, যশ ক্ষীরসাগর ২৫, রোহন দামলে ১৭, সূরজ শিন্ডে ৭, বৈভব চৌগালে ৩ ও সচিন ভোসালে অপরাজিত ১ রান করেন। নাসিকের হয়ে একাই ৩টি উইকেট নেন রেহান খান। ২টি উইকেট দখল করেন অক্ষয় ওয়াইকর। ১টি উইকেট পকেটে পোরেন প্রশান্ত সোলাঙ্কি।
দ্বিতীয় কোয়ালিফায়ারে পুণেরি বাপ্পা লড়াই চালাবে কোলাপুর টাস্কার্সের বিরুদ্ধে, যারা প্রথম কোয়ালিফায়ারে রত্নাগিরি জেটসের কাছে পরাজিত হয়। রত্নাগিরি ইতিমধ্যেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports