শুভব্রত মুখার্জি: উইম্বলডনের ঘাসের কোর্ট গতকাল অর্থাৎ শনিবারেই পেয়েছে নয়া রানীকে। ওপেন এরাতে প্রথম কাজাক মহিলা হিসেবে খেতাব জিতেছেন এলিনা রিবাকিনা। ফাইনালে তিনি হারিয়েছেন তিউনিশিয়ার ওন্স জাবেউরকে। উল্লেখ্য এই ফাইনালে জাবেউরের সামনেও সুযোগ ছিল ইতিহাস গড়ার। ওপেন এরাতে প্রথম আরব মহিলা হিসেবে খেতাব জয়ের সুযোগ ছিল তার সামনে। যদিও বাস্তবের মাটিতে তা সম্ভব হয়নি। তবে ফাইনালে হারলেও নিজেকে ফাইনালে চাগাতে কি 'পেপটক' নিজেকেই দিয়েছিলেন তা এবার খোলসা করলেন ওন্স জাবেউর।
শনিবারের ফাইনাল শুরুর আগে থেকেই জাবেউর নিজেই নিজেকে ভালবাসার কথা বারবার বুঝিয়েছিলেন। ম্যাচ চলাকালীনও নিজেকে বলতে থাকেন কতটা তিনি নিজেকে ভালবাসেন। এখানেই শেষ নয় নিজের মোবাইলকেও তিনি ব্যবহার করেছিলেন নিজেকে প্রস্তুত করতে। উইম্বলডনের মহিলা বিজয়ীকে যে ট্রফি দেওয়া হয় সেই ট্রফির ছবিও তিনি নিজের ফোনে রেখে দিয়েছিলেন নিজেকে উদ্দীপ্ত করতে। উল্লেখ্য বিশ্ব ক্রমপর্যায়ে দুই নম্বরে থাকা জাবেউর প্রথম সেটটা জিতে দারুণ শুরুও করেছিলেন। তবে ১৭ নম্বরে থাকা রিবাকিনা দুরন্ত কামব্যাক করে পরবর্তী দুটি সেট জিতে নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।