একজন তারকা নেতৃত্ব ছাড়ার পর থেকে আরও তলিয়া যাচ্ছেন। অন্য জন নেতৃত্ব ছেড়ে নিজের ছন্দে ফের উপরে উঠছেন।
প্রথম জন বিরাট কোহলি। অধিনায়কত্ব ছাড়ার পর কোনও উন্নতি হয়নি তাঁর। বরং চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের তারকা প্লেয়ার। টেস্ট র্যাঙ্কিংয়েও কোহলি নামতে নামতে দশে গড়াগড়ি খাচ্ছেন।
আর দ্বিতীয় প্লেয়ার হলেন জো রুট। ব্রিটিশ তারকা বরং নেতৃত্ব ছাড়ার পর আরও বেশি ঝলমল করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়ার টেস্টে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। জিতিয়েছেন টিমকে। সেই সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জো রুট।
আরও পড়ুন: ‘শরীর খারাপ হয়ে যাচ্ছিল অধিনায়ক হয়ে’, ১০ হাজারের গণ্ডি টপকে অকপট রুট
আরও পড়ুন: সচিনের বিশ্ব রেকর্ড ভাঙার লোক চলে এসেছেন- বড় দাবি প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের
এ দিকে কেন উইলিয়ামসন ২ ধাপ নেমে জায়গা পেয়েছেন পাঁচে। স্টিভ স্মিথও এক ধাপ নীচে নেমে তিনে রয়েছেন এখন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আবার এক ধাপ উপরে উঠে চারে জায়গা পেয়েছেন। মার্নাস ল্যাবুশেন শীর্ষস্থান ধরে রেখেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।