শুভব্রত মুখার্জি: আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহর। চোট সারাতে এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। দিন রাত কঠোর অনুশীলনে মগ্ন বুমরাহ। রীতিমতো ঘাম ঝরাচ্ছেন ডানহাতি এই পেসার। আর সেই ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতেও।
অগস্ট মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ তারিখ ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলবেন অর্শদীপ সিং অথবা আবেশ খানের মতন নবীন প্রতিভাবান বোলাররা। বুমরাহের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই তাদের উপর ভালো পারফরম্যান্স করার চাপ থাকবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন… কেএল রাহুলকে তোপ জাদেজার!
জসপ্রীত বুমরাহ ছাড়াও মহম্মদ শামির মতন অভিজ্ঞ পেসারকেও ভারত পাবে না এবারের এশিয়া কাপে। শামির অনুপস্থিতির কোন কারণ দেখানো হয়নি বোর্ডের তরফে। তবে বুমরাহ পিঠের চোটের কারণে খেলতে পারবেন না। বর্তমানে NCA-তে বুমরাহ ট্রেনিং করছেন। সেখানকার ছোট্ট একটি ভিডিয়ো তিনি শেয়ার ও করেছেন।
আরও পড়ুন… শাদাব খানের হাত থেকে বোতল ছিনিয়ে নিলেন পাক সমর্থক! লজ্জায় মাথা হেঁট পাকিস্তানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।