
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বহুদিন পরে নিজের ফর্ম ফিরে পেয়েছেন বিরাট কোহলি। এর মধ্যেই প্রশ্ন উঠছে এটাই কি তবে ভারতের প্রাক্তন অধিনায়কের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ? ক্রিকেটের বহু বিশেষজ্ঞ মনে করেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে! তার মধ্যেই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচে টিম ডেভিডকে করা বিরাট কোহলির রান আউট দেখে সকলেই এই বিষয়ে নিজেদের মত রাখতে পারেন। এবার এই বিষয়েই বড় আপডেট দিলেন ‘কিং’ কোহলির ছোটবেলার কোচ।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট ভক্তদের নজরে থাকবে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি। তবে বিশ্বকাপ শুরুর আগেই খবর আসছে যে এটাই নাকি বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫ নভেম্বর ৩৪ বছর বয়সে পা রাখতে চলেছেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলির ফিটনেস এখনও বহু তরুণ ক্রিকেটারকে হার মানাবে। সেই কারণেই অনেকেই মনে করেন যে বিরাট কোহলি আরও বহু বছর খেলবেন। বিরাট কোহলিকে নিয়ে এবার বড় তথ্য ফাঁস করলেন ভারতের প্রাক্তন অধিনায়কের ছোটবেলার কোচ। এই বিষয়ে একটি বড় আপডেট দিয়েছেন রাজকুমার শর্মা।
আরও পড়ুন… Video: 'নাচো তো দেখি', অজিদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের আগে মাঠেই গা দোলাতে দেখা গেল কোহলিকে
তিনটি ফর্ম্যাটের কাজের চাপের দিকে তাকালে, খবরটি তীব্র হয়েছে যে বিরাট কোহলি এবার নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। তবে বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা স্পষ্ট করে দিয়েছেন যে এটি বিরাটের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়। ইন্ডিয়া নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে রাজকুমার শর্মা বলেছেন, ‘আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে এটাই বিরাটের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে না। বিরাট দীর্ঘ সময় টিম ইন্ডিয়াকে সেবা দেবেন। তার ফর্ম, ফিটনেস এবং রান করার এবং ম্যাচ জেতার ক্ষুধা দিয়ে আমি আশা করি তাকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখব।’
বিরাট কোহলি ২০২২ এশিয়া কাপ এর আগে নিজের খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন। তবে তিনি এই টুর্নামেন্টে খুব ভালো পারফর্ম করেছিলেন। এশিয়া কাপ ২০২২-এ আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময়ে বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। কোহলির ভক্তরা মনে করেন ২০২২সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলি নিজের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবেন।
আরও পড়ুন… T20 WC 2022: নেটেই আগুনে মেজাজ, কার্তিককে ক্লিন বোল্ড করলেন শামি, ভাইরাল ভিডিয়ো
২০০৮ সাল থেকে টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন বিরাট কোহলি। তিনি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১০২টি টেস্ট ম্যাচ, ২৬২টি ওডিআই ম্যাচ এবং ১০৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১০২ টেস্ট ম্যাচে বিরাট কোহলি ৪৯.৫৩গড়ে ৮০৭৪ রান করেছেন। ২৬২টি ওডিআই ম্যাচে ৫৭.৬৮ গড়ে ১২৩৪৪ রান করেছেন তিনি। একই সময়ে, ১০৯ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৫০.৮৫গড়ে ৩৭১২ রান করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports