পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত IPL 2023-এর ৪৬ তম ম্যাচের পরে আইপিএল নিয়ে বড় মন্তব্য করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। IPL 2023-এ পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে খেলায় ২১৫ রান তাড়া করে জিতেছে মুম্বই। তারা এই ম্যাচটি সাত বল থাকতেই ৬ উইকেট হাতে রেখে জিতেছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ১৮.৫ ওভারে এই লক্ষ্য অর্জন করেছিল। এই জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে বেশ খুশি দেখাচ্ছিল। ম্যাচের পরে দলের তারকা ব্যাটসম্যান ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের প্রশংসা করেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা। এছাড়া পরিবর্তিত টি-টোয়েন্টি ফর্ম্যাট নিয়েও বেশ কিছু কথা বলেছেন তিনি।
আরও পড়ুন… IPL 2023 -এর অরেঞ্জ এবং পার্পল ক্যাপের দৌড়ে পরিবর্তন, আর্শদীপ সহ তালিকায় এগিয়ে গেলেন ধাওয়ান
ম্যাচের পরে, রোহিত শর্মা বলেছিলেন, ‘যখন আমরা টি-টোয়েন্টি ফর্ম্যাট খেলা শুরু করি, তখন ১৫০ রান জয়ের স্কোর ছিল। একজন অতিরিক্ত ব্যাটসম্যান ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দিচ্ছে। আমি পরীক্ষা করছিলাম, এই মরশুমে গড় স্কোর ১৮০ হয়েছে। কয়েক ওভার ধরেই এমনটা করছেন সূর্য। উইকেটের পিছনে খেলাই তাঁর শক্তি। তিনি এটি ভালো ব্যবহার করেছেন। ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেছেন।’
মুম্বই অধিনায়ক রোহিত শর্মা আরও বলেছেন, ‘মরশুমের শুরুর আগে, আমরা কীভাবে আমাদের ক্রিকেট খেলব তা নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমরা আমাদের ক্রিকেট খেলব। ফলাফল নিয়ে বেশি চিন্তা করব না। আমরা শুধু সেখানে গিয়ে নিজেদের প্রকাশ করব। আপনি এখানে এবং সেখানে ম্যাচ হারবেন। আমরা আমাদের এই পয়েন্টে দৃঢ় থাকতে চাই।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
রোহিত শর্মা বাঁহাতি ব্যাটসম্যান ইশান কিষাণের প্রশংসা করেন। রোহিত বলেন, ‘কিষাণ শক্তিশালী। সে নেটে সেই ধরনের শটই অনুশীলন করে। গত কয়েক সপ্তাহ ধরে খুব পরিশ্রম করছেন তিনি। আমি একটি উদ্বেগজনক ফ্যাক্টর বলতে চাই না। কিন্তু আমাদের ভাবতে হবে কীভাবে বড় ওভারগুলোতে রান দেওয়া বন্ধ করা যায়। তিন থেকে চারটে ম্যাচে আমরা প্রতিপক্ষকে ২০০ রান করতে দিয়েছি। যখন চাপ থাকে, তখন আপনার জন্য যা ভালো তা করতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।