ম্যাচের একটাও বল তখন হয়নি। তবে রিঙ্কু সিংয়ের মনে হচ্ছিল, দিনটা তাঁরই হবে। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তিনিই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন। সেজন্য হাতে ‘৫০ নট আউট’ লিখে রাখেন। শেষপর্যন্ত ৫০ রান না হলেও রিঙ্কু সিংয়ের হাত ধরেই হারের ধারায় ইতি টানল কেকেআর।
(IPL 2022 সংক্রান্ত যে কোনও আপডেটের জন্য এখানে ক্লিক করুন)
সোমবার পাঁচ বল বাকি থাকতেই নাইটরা সাত উইকেট রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছেন। মাত্র ২৩ বলে অপরাজিত ৪২ রান এবং দুটি ক্যাচের জন্য রিঙ্কুকে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেই ম্যাচের পর কেকেআরের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই ফাঁস হয়ে যায় রিঙ্কুর সেই ‘৫০ নট আউট’ লেখার কাহিনি। দু'জনের মধ্যে কী কথোপকথন হয়, তা দেখে নিন -
রানা: (হাতে) কী লেখা আছে রিঙ্কু?
রিঙ্কু: আমার মনে হচ্ছিল যে আজ আমি রান করব এবং দলকে জেতাব। ম্যাচের সেরা হব। তাই নিজের হাতেই ৫০ লিখেছিলাম। সঙ্গে হৃদপিণ্ডের ছবি এঁকেছিলাম।
রানা: অপরাজিত ৫০ রান? এটা কখন লিখেছিলিস?
রিঙ্কু: ম্যাচের আগে। যখন আমরা একসঙ্গে ছিলাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।