হতে পারে পঞ্জাব কিংস শেষমেশ আইপিএল ২০২৩-এর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে তাদের সার্বিক পারফর্ম্যান্স নিতান্ত খারাপ নয়। উল্লেখযোগ্য বিষয় হল, পঞ্জাবের ব্য়াটিং লাইনআপে শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, সিকন্দর রাজার মতো আন্তর্জাতিক তারকারা উপস্থিত থাকলেও তাদের আনক্যাপড ভারতীয় ক্রিকেটাররা ব্যাট হাতে দায়িত্ব ভাগ করে নেন সমানভাবে।
এবারের আইপিএলের লিগ পর্যায়ে পঞ্জাবের ঘরোয়া ক্রিকেটাররা ব্যাট হাতে অবদান রেখেছেন সব থেকে বেশি। ১০টি দলের মধ্যে একমাত্র পঞ্জাবের ঘরোয়া ক্রিকেটাররাই সম্মিলিতভাবে ১০০০ রানের বেশি সংগ্রহ করেন। পঞ্জাবের ঘরোয়ার ক্রিকেটারদের সম্মিলিত রান ১২৫৫। প্রভসিমরন সিং দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৮ রান সংগ্রহ করেছেন। জিতেশ শর্মা করেছেন দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০৯ রান।
পঞ্জাবের পরে রাজস্থানের ঘরোয়া ক্রিকেটাররা সম্মিলতভাবে সব থেকে বেশি রান সংগ্রহ করেন। রাজস্থানের ঘরোয়া ক্রিকেটারদের অবদান ৮৫৬ রান, যার মধ্যে যশস্বী জসওয়াল একাই সংগ্রহ করেন ৬২৫ রান। যশস্বী তো আইপিএলের একটি মরশুমে কোনও আনক্যাপড ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েছেন এবার।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই সুপার কিংসেরর সার্বিক ব্যাটিং পারফর্ম্যান্সে ঘরোয়া ক্রিকেটারদের কোনও অবদান নেই। চেন্নাইয়ের কোনও আনক্যাপড ক্রিকেটার ১ রানও যোগ করেননি। সিএসকের হয়ে সব রান সংগ্রহ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকারা।
কলকাতা নাইট রাইডার্সের ঘরোয়া ক্রিকেটাররা সম্মিলিতভাবে ৫৮৯ রান সংগ্রহ করেন, যা এখনও পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। কেকেআরের হয়ে রিঙ্কু সিং সব থেকে বেশি ৪৭৪ রান সংগ্রহ করেন।
আইপিএল ২০২৩-এর লিগ পর্যায়ে কোন দলের ঘরোয়া ক্রিকেটাররা কত রান সংগ্রহ করেন:-
১. পঞ্জাব কিংস- ১২৫৫ রান
২. রাজস্থান রয়্যালস- ৮৫৬ রান
৩. কলকাতা নাইট রাইডার্স- ৫৮৯ রান
৪. সানরাইজার্স হায়দরাবাদ- ৫৮০ রান
৫. মুম্বই ইন্ডিয়ান্স- ৫৭৪ রান
৬. গুজরাট টাইটানস- ৪১৭ রান
৭. দিল্লি ক্যাপিটালস- ৩৭২ রান
৮. লখনউ সুপার জায়ান্টস- ৩৫২ রান
৯. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২৬৭ রান
১০ চেন্নাই সুপার কিংস- ০ রান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।