সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিয়ো, যার জেরে নেটিজেনদের রোষের মুখে ধাওয়াল কুলকার্নি। একদা ভারতীয় দলের হয়ে মাঠে নামা তারকা ক্রিকেটারের আচরণে রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। অনেকে সরাসরি প্রশ্ন তুলছেন যে, বিখ্যাত হলে কি মানবিকতা জলাঞ্জলি দিতে হয়?
আসলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়ো দেখা যায় যে, টিম ইন্ডিয়া তথা মুম্বইয়ের অভিজ্ঞ পেসার ধাওয়াল কুলকার্নির চোখের সামনে এক মহিলা ফোনে কথা বলতে বলতে রাস্তায় পড়ে যান। কুলকার্নির নজর এড়ায়নি ঘটনাটি। তবে তিনি মহিলাকে সাহায্য করা অথবা তাঁর কুশল সংবাদ নেওয়ার বদলে ছবি শিকারীদের জন্য পোজ দিতে ব্যস্ত ছিলেন।
ভিডিয়োটির প্রতিক্রিয়ায় অনেকেই দাবি করেন যে, ভদ্রলোকের মতো আচরণ করেননি কুলকার্নি। তাঁর উচিত ছিল নিজকে লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা না করে পড়ে যাওয়া মহিলাকে সাহায্য করা।
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিয়োটির প্রতিক্রিয়ায় লেখেন, ‘অত্যন্ত দুঃখের যে, মহিলা ঠিক আছেন কিনা খোঁজ না নিয়ে ছেলেটি ছবি তোলার জন্য পোজ দিতে ব্যস্ত।’
আরও একজনের প্রতিক্রিয়া, ‘এক মহিলা পড়ে গিয়েছে দেখেও তাঁকে তোলার চেষ্টা না করে ছবি তুলে বিখ্যাত হয়ে লাভ কি?’

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া।
তৃতীয় এক নেটিজেন লেখেন, ‘ছবি তোলার বদলে যদি দৌড়ে গিয়ে ওই মহিলাকে তোলার চেষ্টা করতেন, আরও বেশি বিখ্যাত হতে পারতেন। এতটাও বিখ্যাত হওয়া উটিত নয় যাতে মানবিকতা জলাঞ্জলি দিতে হয়।’
আরও কড়া ভাষায় একজনের প্রতিক্রিয়া, ‘যদি উনি প্রকৃত ভদ্রলোক হতেন, তবে ওই মহিলাকে সাহায্য করার চেষ্টা করতেন।’

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া।
ধাওয়াল কুলকার্নি ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। সাকুল্যে ২২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ঘরোয়া ক্রিকেট খেলার বিপুুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ৯২টি ফার্স্ট ক্লাস, ১২৯টি লিস্ট-এ ও ১৫৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৭৪টি, লিস্ট-এ ক্রিকেটে ২২৩টি ও টি-২০ ক্রিকেটে ১৫১টি উইকেট নিয়েছেন কুলকার্নি।
গুজরাট লায়ন্স, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেও মাঠে নামেন ধাওয়াল। ৯২টি আইপিএল ম্যাচ খেলে ৮৬টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন কুলকার্নি। ২০২১ সালে সেই মুম্বইয়ের হয়ে শেষবার আইপিএলে মাঠে নামেন তিনি। চলতি মরশুমে ধাওয়াল জিও সিনেমার হয়ে মারাঠীতে আইপিএলের ধারাভাষ্য দিচ্ছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।