এবার আইপিএলে তেমন ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা আন্দ্রে রাসেল। রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে কড়া বার্তা দিলেন তারকা ক্রিকেটার। যা দেখে সিএসকে ভক্তদের কাঁপুুনি ধরে গিয়েছে।
আন্দ্রে রাসেল। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম রাসেল এবং আইপিএল)
কপালে লাল তিলক। চোয়ালচাপা মুখ। মনে হচ্ছে যেন কারও উপর প্রচণ্ড রেগে আছেন। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে এমনই একটি ছবি পোস্ট করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা আন্দ্রে রাসেল। যে ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ তো বলতে শুরু করেছেন, ভাই রাসেলকে কে আজ খেপিয়ে দিল? চেন্নাইকে হারানোর জন্য আজ পুরো করে আসছেন রাসেল। কেউ কেউ তো আবার ওই ছবির সঙ্গে দেবের ‘চ্যালেঞ্জ’ সিনেমার গান ‘চ্যালেঞ্জ নিবি না..’ নামও জুড়ে দিয়েছেন।
রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি পোস্ট করে কেকেআরের তারকা অলরাউন্ডার রাসেল লেখেন, ‘আজ ম্যাচ ডে। চল, মাঠে নেমে নিজেদের উজাড় করে দিতে হবে। জীবনে যখন লোকজন আপনার উপর থেকে সমস্ত আশা ছেড়ে দেন, তখনও হাল ছাড়বেন না। ঈশ্বর সবসময় মঙ্গল করেন।’ সম্ভবত বাসের একেবারে পিছনের আসনে বসে সেই ছবি তুলেছেন রাসেল। মাথায় লাল তিলকও ছিল। যা সাধারণত বাঙালি ধাঁচে পুজোর পরই সেরকম তিলক কেটে দেওয়া হয়।
কিন্তু রাসেল কাদের উদ্দেশ্যে সেই বার্তা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতে, সমালোচকদের একহাত নিয়েছেন রাসেল। যিনি এবার আইপিএলে তেমন ছন্দে নেই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৫ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে যান। এক রান করেন গুজরাট টাইটানসের বিরুদ্ধে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিন রান করেন। তারপর কিছুটা ছন্দ পান রাসেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ২১ রান এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ৩৮ রান করেন।
অর্থাৎ সবমিলিয়ে ছয় ম্যাচে ৯৮ রান করেছেন রাসেল। স্ট্রাইক রেট ১৪০। গড় ২৪.৫ (শেষ দুটি ম্যাচে নট-আউট থাকায় গড় বেড়েছে)। মেরেছেন সাতটি ছক্কা এবং সাতটি চার। এবার আইপিএলে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয় নম্বরে আছেন। সার্বিকভাবে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৪৫ নম্বরে। অন্যদিকে, বল হাতে তিন উইকেট নিয়েছেন। একটি ম্যাচেই তিনটি উইকেট নেন রাসেল।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।