২০২৩ আইপিএল-এর মিনি নিলামে রেকর্ডের খাতায় নাম লেখাল পঞ্জাব কিং। রেকর্ড ১৮.৫০ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারানকে কিনল পঞ্জাব কিংস। শুধু এই মূল্যে নতুন খেলোয়াড় স্যাম কারানকে তারা কিনলও না, এর সঙ্গে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসাবে রেকর্ড বই-এর নাম তুললেন স্যাম কারান। আর আইপিএল- নিলামের এত বড় বাজি জেতার পরে প্রথমবার আইপিএল শিরোপা জয়ের অভিপ্রায় নিয়ে আবারও মাঠে নামবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস দল। তবে শুধু স্যাম কারান নয়, ২০২৩ সালের জন্য দারুণ একটা দল তৈরি করার চেষ্টা করল পঞ্জাব।
আরও পড়ুন… শতরান হাতছাড়া করলেও ব্যাট হাতে ধোনির এই রেকর্ড ভেঙে দিলেন উইকেটরক্ষক পন্ত
২০২৩ আইপিএল মিনি নিলামের জন্য পঞ্জাব কিংসের পার্সে ছিল মোটা ৩২.২ কোটি টাকা। যার ফলে তাঁরা এবারে ৩ বিদেশিসহ মোট ৯ জন খেলোয়াড় কিনতে সফল হয়েছে। তবে নিলামে নামার আগে পঞ্জাবের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। যাদের পার্সে ছিল এবারের সবথেকে বেশি টাকা। তবে দারুণ কৌশল করে তারা নিজেদের দলকে সাজিয়ে নিয়েছে।
মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে আইপিএল ২০২২ আইপিএল-এর স্মৃতিটা পঞ্জাব কিংসের জন্য খুব একটা ভালো ছিল না। ২০২২ সালে তাদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ ছিল। এমন পরিস্থিতিতে মায়াঙ্ক সহ মোট ৯ খেলোয়াড়কে বাইরের পথ দেখিয়েছিল পঞ্জাবের টিম ম্যানেজমেন্ট। যার মধ্যে ২ জন বিদেশী এবং সাত জন ভারতীয় খেলোয়াড় ছিলেন। এমন পরিস্থিতিতে ভারতের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে ভারসাম্য খুঁজতে চেয়েছিল পঞ্জাব। যাতে ভক্তরা কোনও ভাবেই বলতে না পারে যে টিম ম্যানেজমেন্ট দল খারাপ করেছে। এই চ্যালেঞ্জটাও ছিল পঞ্জাবের সামনে।
আরও পড়ুন… এটা কি CSK-র মাস্টার স্ট্রোক! মাহির পরে কি স্টোকস হবেন দলের ভবিষ্যতের নেতা?
এমন পরিস্থিতে নিজেদের কৌশল সাজিয়েই নিলামের বাজারে নেমেছিল পঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট। আসুন জেনে নেওয়া যাক পঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট কোন খেলোয়াড়দের উপর বাজি ধরেছিল এবং পঞ্জাব কিংসের দল এখন কেমন হয়েছে?