লখনউ সুপার জায়ান্টসের তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গাঢ় নীল রঙের এই জার্সিটি ডিজাইন করেছেন কুণাল রাওয়াল। জার্সি লঞ্চ অনুষ্ঠানে অধিনায়ক লোকেশ রাহুল (কেএল রাহুল), দলের মেন্টর গৌতম গম্ভীর এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সহ দলের অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন। লখনউ সুপার জায়ান্টস আমদাবাদে তাদের নতুন জার্সি লঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছিল। আসলে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ৯ মার্চ থেকে আহমেদাবাদে খেলা হবে, সেই ম্যাচের জন্য লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক লোকেশ রাহুল আমদাবাদে উপস্থিত ছিলেন। সেখানে বিসিসিআই সচিব জয় শাহ-ও ছিলেন। এই কারণেই লখনউ সুপার জায়ান্টস আমদাবাদে তাদের জার্সি লঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছিল যাতে তাদের দলের অধিনায়কও সেখানে উপস্থিত থাকতে পারেন।
আরও পড়ুন… ভারতীয় দলে কেউই অপরিহার্য নয়, রাহুলকে ভালো করতে হবে- LSG ক্যাপ্টেনকে রেওয়াত করলেন না মেন্টর গম্ভীর
দলের নতুন জার্সির রঙ নীল করা হয়েছে। গতবার জার্সিটি ছিল হালকা নীল রঙের। অনেক পরিবর্তন আনা হয়েছে এই জার্সিতে। এই জার্সির ডিজাইন করেছেন কুণাল রাওয়াল। গত মরশুমেই আইপিএলে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এই দলটিকে কিনেছিল। লোকেশ রাহুলকে (কেএল রাহুল) তাদের দলের অধিনায়ক করা হয়েছিল এবং দলটি তাদের প্রথম মরশুমে খুব ভালো পারফরম্যান্স করেছিল। যদিও দলটি শিরোপা জিততে পারেনি। এখন দলটি তাদের দ্বিতীয় সংস্করণে খেলার জন্য নামবে। নতুন মরশুম শুরুর আগে তাই দলটি তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।
আরও পড়ুন… তালিবান জমানায় উঠে গিয়েছে মহিলা টিম, তবুও হয়তো আইসিসি-র পূর্ণ সদস্যপদ বাতিল হবে না আফগানদের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।