
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএলের দ্বিতীয় ভাগ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই বেশ কিছু দল সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে। আসন্ন ভাগে মরু শহরে বেশ কিছু ক্রিকেটারকে পাবে না তাদের ফ্রাঞ্চাইজিরা। সেই হিসাবে দল গোছাতেও শুরু করে দিয়েছে সকলে। এরই মধ্যে পঞ্জাব কিংস দলে সই করলেন উঠতি অজি ফাস্ট বোলার নাথান এলিস।
রিলি মেরডিথ ও ঝাই রিচার্ডসনকে মরু শহরে চোটের কারণে পাবে না পঞ্জাব কিংস। তাদের পরিবর্ত হিসাবেই দলে নেওয়া হয় ২৬ বছর বয়সী উঠতি অজি বোলার এলিসকে। বৃহস্পতিবার (১৯ অগস্ট) মেরিডিথ-রিচার্ডসনের বিষয়ে প্রথম জানার পরই সময় না নষ্ট করে শুক্রবারই এলিসকে পঞ্জাব কিংস সই করায় বলে Cricbuzz-র এক রিপোর্টে জানানো হয়।
Cricbuzz-কে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাব কিংসের সিইও সতীশ মেনন জানান, ‘আমার গত অবধি ঝাই ও রিলির ফিটনেসের বিষয়ে অবগত ছিলাম না। আমরা এলিসকে পরিবর্ত হিসাবে সই করেছি এবং আরেক ক্রিকেটারের নাম দুই-একদিনের মধ্যেই ঘোষণা। বেশি কিছু ক্রিকেটারের সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি। অনিল (কুম্বলে) শীঘ্রই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’
সদ্য বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে অভিষেক ঘটে এলিসের। অভিষেকেই হ্যাটট্রিক করে সকলকে চমকে দেন তাসমানিয়ার এই বোলার। বিগ ব্যাশে হোবার্টের হয়ে ২০ উইকেট নেওয়ার সুবাদেই অজি নির্বাচকদের নজরে পড়েন এলিস। আইপিএল নিলামে তাঁর নাম থাকলেও তিনি অবিক্রতই থেকে যান।
তবে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কাড়ার পরই বহু আইপিএল ফ্রাঞ্চাইজি তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়। একই রিপোর্টে দাবি করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে তিনটি আইপিএল ফ্রাঞ্চাইজি এলিসকে নিতে আগ্রহী ছিল। তবে অবশেষে পঞ্জাবই তাঁকে দলে নেয়। বর্তমান পরিস্থিতিতে আইপিএলের দ্বিতীয় ভাগ শুরুর আগে আরও বেশ কিছু খেলোয়াড়দের সই করতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports