বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2023) এই মরশুমের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস (PBKS বনাম DC) দল। এই ম্যাচে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে দিল্লি দল ২০ ওভারে ২১৩/২ রান করে। যার জবাবে পঞ্জাব দল মাত্র ১৯৮ রান করতে সক্ষম হয় এবং ম্যাচটি ১৫ রানে হেরে যায়। এই জয়ের পর দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে খুব খুশি দেখাচ্ছিল।
তবে ম্যাচের পরে দলের ফিল্ডিং নিয়ে খুশি ছিলেন না ওয়ার্নার। তাঁর মতে দল বেশ খারাপ ফিল্ডিং পারফরমেন্স করেছে। ওয়ার্নাররা নিজেদের শক্তিকে ব্যাক করেই এমন সাফল্য পেয়েছেন বলে দলের অধিনায়ক মনে করেন। ধরমশালার উইকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই এই উইকেটকে চমৎকার বলেছেন। ওয়ার্নার কথায় দিল্লির মাঠ তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। পৃথ্বীর কথা বলতে গিয়ে তিনি বলেছেন, পৃথ্বীর প্রভাব দেখে তাঁর ভালো লাগছে। রিলি রসৌও মন জিতেছেন ওয়ার্নারের। ওয়ার্নার মনে করেন নিজেদের হোম ভেন্যুতে তাদের কিছুটা ধারাবাহিকতা দরকার ছিল।
আরও পড়ুন… IPL -এর ইতিহাসে এমনটা দ্বিতীয়বার ঘটল, জানেন কি অথর্বের আগে কে রিটায়ার্ড আউট হয়েছিলেন?
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রোমাঞ্চকর ১৫ রানের জয়ের পর, দিল্লি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচের পরে উপস্থাপনায় বলেছিলেন, ‘খুব খারাপ ফিল্ডিং পারফরম্যান্স। আমরা আমাদের শক্তি বিশ্বাস. ভালো উইকেটে খেলা সাহায্য করেছে। দিল্লির পিচে ব্যাটিং করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল।’ তিনি আরও বলেন, ‘পৃথ্বীর প্রভাব দেখতে ভালো লাগলো। রিলি রসৌও ভালো করেছেন। আমাদের ঘরের মাঠে ধারাবাহিকতা দরকার ছিল। আমরা ঘরে মাঠে ভালো কাজ করতে পারিনি। আজ রাতে দুটি পয়েন্ট পেয়ে ভালো লাগছে।’
আরও পড়ুন… কমলা টুপির লড়াইয়ে তরুণদের ভিড়ে শীর্ষে ফ্যাফ, বেগুনির দৌড়ে শামি, চাহালরা
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে, দিল্লি দল দুর্দান্ত শুরু করেছিল এবং ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ প্রথম উইকেটে ৯৪ রান যোগ করেছিলেন। ওয়ার্নারের আউটের পর ব্যাট করতে আসা রিলি রসৌ দ্রুত ব্যাটিং করতে গিয়ে মাত্র ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। যার জেরে পঞ্জাবের সামনে দিল্লি ২১৪ রানের লক্ষ্য দেয়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। কিন্তু চার নম্বরে ব্যাট করতে আসা লিয়াম লিভিংস্টোন দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৯৮ রানে নিয়ে গেলেও লিভিংস্টোনের এই ইনিংস দলকে জেতাতে পারেনি। লিভিংস্টোন মাত্র ৪৮ বলে ৯৪ রান করেন। দুর্দান্ত এই ইনিংসে তিনি মারেন ৫টি চার ও ৯টি ছক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।