
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সূর্যকুমার যাদবের ঝোড়ো সেঞ্চুরির জোরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৫৭তম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২১৮ রানের পাহাড় সমান রান তোলে। এদিন গুজরাটের বোলারদের ক্লাস নিলেন সূর্যকুমার যাদব। শুরুতে বিনয়ী খেলা সূর্য শেষের কয়েকটি ওভারে রানের বৃষ্টি দেখালেন। আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব মাত্র ৪৯ বলে নিজের ১০৩ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে সূর্যকুমার যাদব ১১টি চার ও ছয়টি ছক্কা হাঁকান।
আরও পড়ুন… T20 তে এখন রোহিত-বিরাট অচল, সূর্যকুমার-যশস্বীকে দেখে বললেন প্রাক্তন নির্বাচক
আরসিবি-র বিরুদ্ধে যেখানে খেলা শেষ করে ছিলেন এদিন যেন সেখান থেকেই ব্যাটিং শুরু করেন সূর্যকুমার যাদব। ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করেন রোহিত শর্মার টিমের অন্যতম সেরা অস্ত্র সূর্যকুমার যাদব। মাত্র ৪৯ বলে ১০৩ রান করেন তিনি। ২০তম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করতে সূর্যকুমার যাদবের প্রয়োজন ছিল তিন রান। ওভারের ও ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নিজের শতরান পূর্ণ করেন সূর্য। এদিন শুরু থেকেই গুজরাটের বোলারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা নিতে থাকেন তিনি।
আরও পড়ুন… ভারতীয় দলের দরজা ভেঙে ঢুকবেন যশস্বী জসওয়াল! হরভজন সিং এবং রবি শাস্ত্রীর বড় দাবি
সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ের কারণেই মুম্বই ইন্ডিয়ান্স ২০০ রান টপকেছে। একদিকে যখন উইকেট পড়ছিল, অন্যদিকে সূর্যকুমার যাদব আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন। প্রথম ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। তারপর পরের ১৭ বলে ৫৩ রান করেন। আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। তা ছাড়া, সূর্যকুমার যাদবই প্রথম ব্যাটসম্যান যিনি গত ১২ বছরে মুম্বইয়ের হয়ে সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মার পর সেঞ্চুরি করতে পারেননি মুম্বইয়ের কোনও ব্যাটসম্যান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa69.com/sports/ipl)
সূর্যকুমার যাদবের এদিনের ইনিংস দেখে সোশ্যাল মিডিয়ায় মিমের বৃষ্টি হতে থাকে। সূর্যকুমার যাদবের ইনিংসের পর বিরাট কোহলিও তাঁর প্রশংসা করে টুইট করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন সূর্যকুমার যাদবের ইনিংস। বিরাট কোহলি মারাঠি ভাষায় সূর্যকুমার যাদবকে বিশেষ বার্তা দেন। তিনি লেখেন, ‘তুলা মানালা ভাউ।’ যার অর্থ হতে পারে ‘তোমায় মেনে নিয়েছি ভাই।’ বা বলা যেতে পারে, ‘ভাই তোর ক্ষমতা মেনে নিলাম।’
এই বার্তা থেকেই বোঝা যায় সূর্যকুমার যাদব ও বিরাট কোহির মধ্যে কতটা গভীর সম্পর্ক বর্তমান। বিরাট ছাড়াও অনেকেই সূর্যকুমারের এই ইনিংসের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন দেখার সূর্যের এই ইনিংসের পরে মুম্বই জিততে পারে কিনা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus