
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতিবার রাতে গুজরাট টাইটানসের জয়ে দলের ফিনিশার ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া আবারও অপরাজিত প্যাভিলিয়নে ফিরে যান। পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৪ রানের টার্গেট ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে করে ফেলেছিল গুজরাট টাইটানস। এমন সফল ভাবে রান তাড়া করার জন্য বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড মিলার। এই রান তাড়া করতে গিয়ে মিলার ১৮ বলে ১টি চার মেরে ১৭ রান করে অপরাজিত ভাবে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এটি আইপিএল-এর ইতিহাসে ২০তম বারের জন্য ঘটেছে। যখন অপরাজিত প্যাভিলিয়নে সফল রান তাড়া করে ফিরেছেন তিনি। তবে সফল ভাবে রান তাড়া করে অপরাজিত সাজঘরে ফেরার বিষয়ে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স দুই নম্বরে রয়েছেন। তারা দুজনেই ১৯ বার এই কীর্তি করেছেন।
আরও পড়ুন… চেন্নাইয়ের চিপকে আইপিএল টিকিটের কালোবাজারি, আটক করা হল ২৪ জনকে
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সফল ভাবে রান তাড়া করে সবচেয়ে বেশি বার নটআউট হয়ে প্যাভিলিয়নে ফেরার রেকর্ড গড়েছেন। ধোনি তাঁর ক্যারিয়ারে ২৬ বার এই কীর্তি করেছেন। সেই কারণেই তো তাঁকে সেরা ফিনিশর আক্ষা দেওয়া হয়ে থাকে। এই কারণেই তিনি এখনও বিশ্বের সেরা ফিনিশারদের মধ্যে গণ্য হন। এই তালিকায় রবীন্দ্র জাদেজা দ্বিতীয় নম্বরে রয়েছেন। তিনি ২৫ বার এই কীর্তি করেছেন। ইউসুফ পাঠান ২২ বার ও দীনেশ কার্তিকও ২২ বার এমনটা করে যৌথভাবে তৃতীয় স্থানে য়েছেন। এবার এই তালিকায় ডেভিড মিলার চতুর্থ স্থানে নিজের জায়গা পাকা করলেন।
আরও পড়ুন… ম্যাচ ফিনিশ করার বিষয়ে ধোনি-কার্তিককে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তেওয়াটিয়া
আইপিএল-এ রান তাড়া করতে নেমে সফল ভাবে ম্যাচ জিতিয়ে সবচেয়ে বেশিবার অপরাজিত হয়ে সাজঘরে ফেরার রেকর্ডের তালিকা অর্থাৎ দেখে নিন IPL-এর গ্রেট ফিনিশরদের তালিকা।
২৬ বার - এমএস ধোনি
২৫ বার - রবীন্দ্র জাদেজা
২২ বার - ইউসুফ পাঠান
২২ বার - দীনেশ কার্তিক
২০ বার - ডেভিড মিলার*
২০ বার - ডোয়াইন ব্রাভো
১৯ বার - বিরাট কোহলি
১৯ বার - এবি ডি ভিলিয়ার্স
১৯ বার - সুরেশ রায়না
১৮ বার - রোহিত শর্মা
১৭ বার - কায়রন পোলার্ড
দেখে নিন কেমন ছিল পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচ?
এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন তাঁর দলের বোলাররা। পঞ্জাব কিংসকে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রানে সীমাবদ্ধ করে তাঁরা। হোম দলের হয়ে ম্যাথু শর্ট সর্বোচ্চ ৩৬ রান করেন, যেখানে গুজরাটের অভিষেককারী মোহিত শর্মা তাঁর প্রথম ম্যাচে চার ওভারের কোটায় মাত্র ১৮ রান দেন এবং দুটি বড় উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে শুভমন গিল একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন এবং ৬৭ রান করেন। তবে রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলারের জুটিতে জয়ের চূড়ান্ত স্পর্শ পায় টাইটানসরা। গুজরাট ম্যাচটি ১ বল বাকি থাকতেই এবং ৬ উইকেটে জিতে যায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports