শেন ওয়ার্নের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা লাগে আন্তর্জাতিক ক্রিকেটমহলে। সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই মৃত্যু হয় অ্যান্ড্রু সাইমন্ডসের। জোড়া বিশ্বকাপজয়ী অজি তারকা শুধু দেশের হয়েই নয়, বরং আইপিএলেও রং ছড়িয়েছেন। স্বাভাবিকভাবেই সাইমন্ডসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব।
ব্যতিক্রম নয় অইপিএলও। শোকের আবহ চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগেও। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস ম্যাচে স্বাভাবিকভাবেই সাইমন্ডসকে শ্রদ্ধা জানানো হয়।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ৬২তম লিগ ম্যাচে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে ব্যাট করতে নামেন। সিএসকের ডাগ-আউটে মাইক হাসিদেরও দেখা যায় কোলো আর্মব্যান্ড পরে রয়েছেন।
শুধু চেন্নাইয়ের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেননি, আইপিএলের তরফে জানানো হয় গুজরাট টাইটানসও সাইমন্ডসকে শ্রদ্ধা জানাতে একই পথে হাঁটবে। ম্যাথিউ ওয়েড ও ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া-সহ গুজরাটের কয়েকজন ক্রিকেটারকে ফিল্ডিং করার সময়ে কালো আর্ম ব্যান্ড পরে থাকতে দেখা যায়।
আরও পড়ুন:- সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব, আখতার থেকে গিলক্রিস্ট সকলেই অবাক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।