প্রথম দু'টি ম্যাচে ব্যাট-বল করার সুযোগ পাননি। ফাইনালে ব্যাট হাতে মাঠে নামেন বটে, তবে ১ বল খেলে খাতা খোলার আগেই রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয়ে থাইল্যান্ডের তরুণী নাতাকান চানতামকে। তবে মেয়েদের আইপিএলের ফাইনালে দুরন্ত ফিল্ডিং দিয়ে ক্রিকেটবিশ্বকে মন্ত্রমুগ্ধ করলেন তিনি।
ট্রেলব্লেজার্সের হয়ে প্রথমে একটি অবিশ্বাস্য বাউন্ডারি সেভ করেন চানতাম। পরে একটি দুরন্ত ক্যাচ ধরেন তিনি। যেভাবে বল তাড়া করে ঠিক বাউন্ডারি লাইনের সামনে ডাইভ মেরে চার বাঁচান থাইল্যান্ডের ক্রিকেটার, তার সামনে ছেলেদের আইপিএলে নিকোলাস পুরানের অনবদ্য ছক্কা বাঁচানোও ফিকে মনে হবে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
ইনিংসের দ্বিতীয় ওভারে সোফি একলেস্টোনের প্রথম বল জেমিমার ব্যাটেক কানা ছুঁয়ে থার্ডম্যান বাউন্ডারির দিকে গড়িয়ে যাচ্ছিল। চানতাম শর্ট থার্ডম্যান থেকে দৌড়ে গিয়ে সামনের দিকে শরীর ছুঁড়ে বাউন্ডারি বাঁচিয়ে দেন।
পরে ইনিংসের নবম ওভারে দীপ্তি শর্মার তৃতীয় বলে কভার-পয়েন্টে লাফিয়ে জেমিমা রডরিগেজের দুরন্ত ক্যাচ ধরেন চানতাম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।