
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রথম ‘যদি’-তে ইতিবাচক ফল হয়েছে। তবে এখনও অনেকে ‘যদি’-র সমীকরণ মিলতে হবে। তবেই প্লে-অফের রাস্তা খুলবে। তবে রাজস্থান রয়্যালসের কাছে কিংস ইলেভন পঞ্জাবের হারের পর প্লে-অফের দৌড়ে কিছুটা ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন : গেইল ঝড়কে স্তব্ধ করলেন স্টোকস-সঞ্জু, পাঁচ ম্যাচ বাদে হারল পঞ্জাব
শুক্রবার আবুধাবিতে পঞ্জাবকে সাত উইকেটে হারিয়েছে রাজস্থান। শুধু তাই নয়, ১৫ বল বাকি থাকতেই জয়ের ফলে রাজস্থানের নেট রানরেট কিছুটা ভালো হয়েছে। তার সৌজন্যে কেকেআরকে টপকে লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। ষষ্ঠ স্থানে নেমে গিযেছে কেকেআর। তা সত্ত্বেও আখেরে লাভ হয়েছে নাইটদের। কারণ পঞ্জাব হেরেছে। ফলে শেষ ম্যাচের আগে আরও কিছুটা ভেসে উঠেছে কেকেআর। যে ম্যাচে আবার রাজস্থানের বিরুদ্ধে নামবেন নাইটরা। সেই ম্যাচের উপর কিছুটা নির্ভর করবে প্লে-অফের ভাগ্য।
কেকেআরের প্লে-অফ ভাগ্য কেমন হতে পারে, দেখে নিন
১) শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিলে কেকেআরের পয়েন্ট হবে ১৪। রাজস্থানের পয়েন্ট হবে ১২। আর চেন্নাই সুপার কিংস যদি পঞ্জাবকে হারিয়ে দেয়, তাহলে কেকেআরের সামনে একমাত্র বাধা হবে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নাররা দুটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবেন। নেট রানরেট (+০.৩৯৬) ভালো হওয়ায় তাঁরা প্লে-অফে উঠে যাবেন। তাই হায়দরাবাদকে একটি ম্যাচে হারতেই হবে।
(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
২) শেষ ম্যাচ রাজস্থানকে হারাল কেকেআর। একইসঙ্গে চেন্নাইকে হারাল পঞ্জাব। সেক্ষেত্রে দু'দলের পয়েন্ট হবে ১৪। তখন বিচারে আসবে নেট রানরেট। তাতে আপাতত অনেকটা এগিয়ে পঞ্জাব (-০.১৩৩)। অভাবনীয় ব্যবধানে না জিতলে কেকেআরের (-০.৪৬৭) পক্ষে সেই নেট রানরেটের ধারেকাছে পৌঁছানোও অসম্ভব। সেক্ষেত্রে আবার পঞ্জাবের কাছে বড় সমস্যা হবে হায়দরাবাদ। দুটি ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে আবার হায়দরাবাদ উঠে যাবে।
৩) শেষ ম্যাচে কেকেআর হেরে গেলে প্লে-অফে যাওয়ার কোনও সুযোগ নেই। কারণ ইতিমধ্যে তিন দলের পয়েন্ট ১৪ আছে। কেকেআর হারলে রাজস্থানের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে প্লে-অফের লড়াইয়ে থাকবে পঞ্জাব, রাজস্থান ও হায়দরাবাদ।
আগামী রবিবার (১ নভেম্বর) রাজস্থানের বিরুদ্ধে নামবে কেকেআর। তার আগে দুপুর ৩ টে ৩০ মিনিটের ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ পঞ্জাব। সেটি পঞ্জাব জিতে গেলে কেকেআরের ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports