ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের জন্য কেমন পিচ হয়েছে নাগপুরে? চিরাচরিত ঘূর্ণি উইকেট, নাকি সবুজের আভা রয়েছে? নাগপুরে প্রথম টেস্টের প্রস্তুতি জোরকদমে করছে ভারত এবং অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টটি শুরু হচ্ছে নাগপুরে বৃহস্পতিবার থেকে। অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর টেস্ট দল। ভারত রয়েছে দুই নম্বরে। তবে এই সিরিজে ভারত জিতলে, তারা অজিদের সিংহাসন থেকে সরিয়ে তিন ফরম্যাটেই এক নম্বর দল হয়ে উঠতে পারবে।
আরও পড়ুন: রবিচন্দ্রনকে দেখেই প্রণাম নকল অশ্বিনের, ফাঁস করলেন স্মিথের মুখ পোড়ার কাহিনি
পাশাপাশি চার টেস্টের সিরিজে দু'টি টেস্ট জিতলেই ভারতের সামনে খুলে যাবে টানা দ্বিতীয় বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দরজা। আর তা নিশ্চিত করতে দেশের মাটিতে স্পিন অস্ত্রেই শান দেওয়া হচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, দেশের মাটিতে খেলার সুযোগ নিতে চাইছে ভারত। সে কারণে ঘূর্ণি উইকেটই হচ্ছে নাগপুরে। টিম ম্যানেজমেন্টের তরফেই নাকি কিউরেটরদের বার্তা দেওয়া হয়েছে স্পিন সহায়ক উইকেট বানানোর জন্য।
আরও পড়ুন: অশ্বিনকে মোকাবিলা করার সব সরঞ্জাম আমাদের কিট ব্যাগে রয়েছে- আত্মবিশ্বাসী স্মিথ
নাগপুর টেস্টের আগে চলছে পিচ নিয়ে রীতিমতো চর্চা। তার মধ্যে প্রকাশিত হল, নাগপুরের পিচের আকর্ষণীয় পরিচর্চা। গ্রাউন্ডস্টাফেরা পিচের মাঝখানে এবং শুধুমাত্র লেংথ এরিয়াতে জল দিচ্ছেন। কিন্তু গুড লেংথে জল দেওয়া হচ্ছে না। এবং পিচের মাঝামাঝি রোল করা হচ্ছে। গুড লেন্থ এরিয়াকে ছেড়েই রাখছে তারা। পিচের পরিচর্যা দেখে প্রশ্ন উঠেছে, প্রথম দিন থেকেই বল ঘুরবে না তো?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।