নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে একতরফা বিধ্বস্ত হতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। তাই বলে হতাশায় ভেঙে পড়ননি সুনীল ছেত্রীরা। বরং কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ ম্যাচের ফলাফল। শেষবার মুখেমুখি সাক্ষাতে কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত।
দেখে নেওয়া যাক ভারত বনাম কাতার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।
নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে একতরফা বিধ্বস্ত হতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। তাই বলে হতাশায় ভেঙে পড়ননি সুনীল ছেত্রীরা। বরং কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ ম্যাচের ফলাফল। শেষবার মুখেমুখি সাক্ষাতে কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত।
দেখে নেওয়া যাক ভারত বনাম কাতার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।|#+|
ভারত বনাম কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে: ৩ জুন, ২০২১ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ম্যাচ: জাসিম বিন হামাদ স্টেডিয়াম (দোহা, কাতার)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তেলেগু, স্টার স্পোর্টস-১ কান্নাড়া, স্টার স্পোর্টস-১ বাংলা চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভিতে দেখা যাবে স্ট্রিম। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।