আগামী ৭ জুলাই থেকে আসল লড়াইটা শুরু হবে। সেই লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে শুক্রবার ইংল্যান্ডের ক্লাব দল ডার্বিশায়ারের বিরুদ্ধে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত।
কোথায় দেখবেন ভারত বনাম ডার্বিশায়ার ম্যাচ (India vs Derbyshire T20 Live Streaming)?
ইউটিউবে ডার্বিশায়ারের অফিসিয়াল অ্যাকাউন্ট ‘Derbyshire TV’-তে ভারত বনাম ডার্বিশায়ার ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। ইতিমধ্যে সেই ম্যাচ শুরু হয়ে গিয়েছে।
ভারত বনাম ডার্বিশায়ার ম্যাচের লাইভ আপডেট দেখবেন কোথায়?
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রস্তুতি ম্যাচ। সেই ভারত বনাম ডার্বিশায়ার প্রস্ততি ম্যাচের লাইভ আপডেটের জন্য চোখ রাখুন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়। এখানে ক্লিক করুন, তাহলেই সরাসরি আপডেট দেখতে পারবেন।
ডার্বিশায়ারের প্রথম একাদশ: শান মাসুদ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, লুইস রিকি, লুই ডু প্লয়, ওয়েন ম্যাডসেন, অ্যালেক্স হিউজ, ব্রুক গেস্ট (উইকেটকিপার), ম্যাটি ম্যাককিয়ারন্যান, মার্ক ওয়াট, বেন অ্যাটচিসন এবং জর্জ স্ক্রিমশ।
IND vs ENG: চার-ছক্কার সঙ্গে রেকর্ডের ছড়াছড়ি, এজবাস্টনে ব্যাট হাতে সম্মোহিত করলেন পন্ত-জাদেজা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।