
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মিতালি রাজের যুগ শেষ হয়েছে। তারপর একদিনের ক্রিকেটে দুর্দান্তভাবে নয়া যুগে পা রাখল ভারত। শুক্রবার রেণুকা সিং এবং দীপ্তি শর্মার যুগলবন্দিতে শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রান অল-আউট করে দিল ভারত। দুটি উইকেট পেয়েছেন পূজা বস্ত্রকার।
শুক্রবার পাল্লেকেল্লেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে সাজঘরে ফিরিয়ে দেন রেণুকা। যিনি তারকা ক্রিকেটারদের আউট করা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন। আতাপাত্তু আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। বড় কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। কোনও পার্টনারশিপ চিন্তা বাড়ানোর আগেই ভারতীয় বোলাররা উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের, হরমনপ্রীতদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন আতাপাত্তু
শ্রীলঙ্কার ইনিংসে ষষ্ঠ উইকেটের জুটিতে সর্বোচ্চ ৪৭ রান ওঠে। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ফলে ৪৮.১ ওভারে ১৭১ রানের বেশি তুলতে পারেননি দ্বীপরাষ্ট্রের মেয়েরা। সর্বোচ্চ ৪৩ রান করেন নীলাক্ষী ডি'সিলভা। তাঁকে আউট করেন সেই রেণুকা। ৩৭ রান করেন ওপেনার হাসিনি পেরেরা। তাঁকে আউট করেন দীপ্তি। তাছাড়া হর্ষিতা সমরবিক্রমা ২৮ রান,অনুষ্কা সঞ্জীওয়ানি ১৮ রান এবং ইনোকো রণবীরা ১২ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন রেণুকা এবং দীপ্তি। ছ'ওভারে ২৯ রানে তিন উইকেট নেন রেণুকা। ৮.২ ওভারে ২৫ রান দেন দীপ্তি। পূজা পাঁচ ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন। একদিনের ক্রিকেটে স্থায়ীভাবে অধিনায়কত্বের ব্যাটন পাওয়ার দিনে একটি উইকেট নেন হরমনপ্রীত কৌর। তারইমধ্যে হারলিন দেওল এবং শেফালি বর্মাকেও বল দেন ভারতীয় অধিনায়ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus