
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিরাট কোহলির ব্যাটে দীর্ঘদিন সেঞ্চুরির দেখা নেই, এমন আলোচনা ভারতীয় ক্রিকেটমহলে বেশ পুরনো হয়ে গিয়েছে। যদিও প্রশ্ন উঠছে ক্রমাগত। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে কি কোহলির সেঞ্চুরির খরা কাটবে? এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার।
টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য এই বিষয়ে দুশ্চিন্তা ব্যক্ত করার প্রয়োজন আছে বলে মনে করলেন না। কোহলি ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন স্বীকার করে নিয়েও দ্রাবিড় জানালেন, দলের জয়ে কোহলির অবদান রাখতে পারাটাই তাঁদের কাছে যথেষ্ট। সেঞ্চুরি এল কিনা, তাতে কিচ্ছু যায় আসে না। দ্রাবিড় এটাও মনে করিয়ে দিতে ভোলেননি যে, লোকে সাফল্য বলতে সেঞ্চুরিকে বোঝে। তবে তাঁরা জানেন, দলের ক্রিকেটারদের কাছে কোহলি কতবড় অনুপ্রেরণা।
এজবাস্টন টেস্টের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে কোহলির অফ ফর্ম প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘কোহলি দুর্দান্তরকম ফিট। আমার দেখা অন্যতম কঠোর পরিশ্রমী ক্রিকেটার। ও সব কিছুই যথাযথ করছে। ও তাই করছে, যেটা ওর করা দরকার। খেলোয়াড় হিসেবে এমন পর্যায় দিয়ে যায় সকলেই। বিরাটের ক্ষেত্রে আমার মনে হয় না অনুপ্রেরণার কোনও অভাব রয়েছে। বরং ও নিজে ড্রেসিংরুমের অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা।'
আরও পড়ুন:- IND vs ENG: টেস্ট থেকে এখনও ছিটকে যাননি রোহিত, ইংল্যান্ডকে ধোঁয়াশায় রাখলেন দ্রাবিড়
দ্রাবিড় আরও বলেন, 'শুধু তিন অঙ্কের রান করাটাই সব নয়। কঠিন পিচে ৭০ রানের ইনিংসও সমান গুরুত্বপূর্ণ। কেপ টাউনে ও নিজের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেনি। তবে ওটা যথেষ্ট ভালো স্কোর (৭৯)। ও নিজেকে যে পর্যায়ে তুলে নিয়ে গিয়েছে, সেখান থেকে ওর সেঞ্চুরিকেই লোকে সাফল্য হিসেবে ধরে। তবে একজন কোচের দৃষ্টিকোণ থেকে আমার কাছে দলের পারফর্ম্যান্স ওর অবদান রাখাটাই যথেষ্ট। সেটা ৫০-৬০ হলেও চলবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports