রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে প্যাট কামিন্সের অনবদ্য একটি ক্যাচ ধরেন বিরাট কোহলি। তবে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে অক্ষর প্যাটেলের বলে স্টিভ স্মিথের সহজ ক্যাচও ছাড়েন তিনি। পরে জাদেজার বলে নবাগত উইকেটকিপার কেএস ভরতের একটি ভুল শুধরে দেওয়ার সুযোগ ছিল কোহলির। তবে তৎপরতা দেখা পারেননি বিরাট।
কোহলির এমন গাছাড়া ফিল্ডিংয়ে ক্রিকেটপ্রেমীরা খুশি নন মোটেও। তাঁর থেকে অজিঙ্কা রাহানে স্লিপে ভালো ফিল্ডিং করেন, এমন মতামতও পেশ করতে দেখা যায় নেটিজেনদের। এমনকি ধারাভাষ্যকারদেরও অখুশি শোনায় কোহলির দুর্বল স্লিপ ফিল্ডিংয়ে।
স্লিপে ফিল্ডিং করার সময় কোহলির টেকনিক যথাযথ ছিল না বলে মত ধারাভাষ্যকারদের। কোহলির তৎপরতা নিয়েও প্রশ্ন ওঠে। স্মিথের ক্যাচ মিস করার ক্ষেত্রে বলের গতি অনুধাবন করতে পারেননি কোহলি। বিরাটের আরও ক্ষিপ্রতা দেখানো উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোথায় ভুল ছিল কোহলির, ধারাভাষ্য দেওয়ার সময় তা চিহ্নিত করেন মার্ক ওয়া। দ্রুত নড়াচড়ার জন্য কোহলির দু'পায়ের ফাঁক আরও কম হওয়া উচিত ছিল বলে তাঁর মত। তাছাড়া কোহলির আরও ঝুঁকে দাঁড়ানো উচিত ছিল বলেও দাবি ওয়ার। মার্ক বলেন, ‘বিরাট প্রস্তুত ছিল না। স্লিপে ফিল্ডিং করলে প্রতি বলেই ক্যাচ আসতে পরে বলে ভেবে তৈরি থাকা দরকার। দ্রুত নড়াচড়ার জন্য পা আরও কাছাকাছি থাকতে হবে। তাছাড়া ও অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল। স্লিপে আরও ঝুঁকে ফিল্ডিং করা দরকার।’
আরও পড়ুন:- IND vs AUS: বল ট্র্যাকার কি খারাপ হয়ে গিয়েছে? অহেতুক DRS নিয়ে বিতর্ক খুঁচিয়ে তুললেন অজি সমর্থকরা
মার্ক ওয়াকে সর্বকালের অন্যতম সেরা স্লিপ ফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই কোহলির এমন ক্যাচ মিস করা দেখে হতাশ প্রাক্তন অজি তারকা।
আরও পড়ুন:- IND vs AUS: টেস্ট অভিষেকেই তড়িৎ গতির স্টাম্প-আউটে ধোনিকে মনে করালেন ভরত- ভিডিয়ো
উল্লেখ্য, ১৫.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। স্মিথ তখন ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছিলেন। এমনটা নয় যে, বল কোহলির শরীর থেকে অনেক দূরে ছিল। বিরাটের হাতের নাগালে ছিল বল। তবে রিঅ্যাকশন টাইমেই হিসাবে গোলমাল হয়ে যায় তাঁর।
পরে ৫৪.৬ ওভারে জাদেজার বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন পিটার হ্যান্ডসকম্ব। কিপার ভরত আরও একটু দক্ষতা দেখাতে পারলে ক্যাচ ধরে নিতে পারতেন তিনি। তবে শ্রীকর বলের লাইনে হাত নিয়ে যেতে পারেননি। এক্ষেত্রে কোহলি যদি তৎপর থাকতেন, তবে তিনিও ক্যাচ ধরতে পারতেন। কোহলি এক্ষেত্রে ভরতের উপরেই হাল ছেড়ে দেন বলে মনে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।