নাগপুর টেস্টের প্রথম ইনিংসে স্লিপে ফিল্ডিং করার সময় রবিচন্দ্রন অশ্বিনের বলে প্যাট কামিন্সের অনবদ্য একটি ক্যাচ ধরেন বিরাট কোহলি। যদিও সেই ইনিংসে তিনি অক্ষর প্যাটেলের বলে স্টিভ স্মিথের একটি সহজ ক্যাচ ছাড়েন এবং জাদেজার বলে পিটার হ্যান্ডসকম্বের একটি হাফ-চান্সে বল তালুবন্দি করতে ব্যর্থ হন।
কোহলির দুর্বল স্লিপ ফিল্ডিং নিয়ে বিস্তর চর্চা হয়। মার্ক ওয়ার মতো প্রাক্তন তারকা, যাঁকে ক্রিকেটার জীবনে স্লিপ ফিল্ডিংয়ে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হতো, কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তোলেন। নেটিজেনদেরও বেজায় ক্ষুব্ধ দেখায় কোহলির ফিল্ডিং নিয়ে।
দ্বিতীয় ইনিংসেও ছবিটা বদলায়নি একটুও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই অশ্বিনের বলে স্লিপে উসমান খোয়াজার অনবদ্য ক্যাচ ধরেন কোহলি। তবে ঠিক তার পরেই অশ্বিনের বলে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ছাড়েন তিনি।
প্রথম ইনিংসে স্টিভ স্মিথের ক্যাচের ক্ষেত্রে বল দ্রুত গতিতে পৌঁছয় কোহলির কাছে। তবে দ্বিতীয় ইনিংসের ৫.৪ ওভারে ডেভিড ওয়ার্নারের যে ক্যাচটি ফেলেন বিরাট, তা নিতান্ত সহজ ছিল।
স্লিপে ফিল্ডিং করতে গিয়ে কোথায় ভুল হচ্ছে কোহলির, ধারাভাষ্য দেওয়ার সময় তা চিহ্নিত করেন মার্ক ওয়া। দ্রুত নড়াচড়ার জন্য কোহলির দু'পায়ের ফাঁক আরও কম হওয়া উচিত ছিল বলে তাঁর মত। তাছাড়া কোহলির আরও ঝুঁকে দাঁড়ানো উচিত বলেও দাবি ওয়ার।
প্রথম ইনিংসে কোহলি স্মিথের ক্যাচ মিস করার পরে মার্ক বলেন, ‘বিরাট প্রস্তুত ছিল না। স্লিপে ফিল্ডিং করলে প্রতি বলেই ক্যাচ আসতে পারে ভেবে তৈরি থাকা দরকার। দ্রুত নড়াচড়ার জন্য পা আরও কাছাকাছি থাকতে হবে। তাছাড়া ও অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল। স্লিপে আরও ঝুঁকে ফিল্ডিং করা দরকার।’
যদিও কোহলির এমন সহজ ক্যাচ ছাড়ার বড়সড় মাশুল দিতে হয়নি ভারতকে। প্রথম ইনিংসে ব্যক্তিগত ৬ রানের মাথায় কোহলির হাত থেকে জীবনদান পাওয়া স্টিভ স্মিথ ৩৭ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে ১ রানের মাথায় কোহির কাছ থেকে জীবনদান পাওয়া ওয়ার্নার ১০ রান করে মাঠ ছাড়েন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।