অঘটন না ঘটলে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আটকাবে না। খেতাবি লড়াইয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা প্রবল অজিদের। তার আগে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই ৪ টেস্টের সিরিজ খেলতে নামবেন প্যাট কামিন্সরা।
এই সিরিজেই নিশ্চিত হয়ে যাবে, কোন ২টি দল শেষমেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খলবে। সুতরাং, ২টি দিক দিয়ে অস্ট্রেলিয়ার কাছে ভারত সফরের এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রথমত, কোনওরকম সংশয় না রেখে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করা। দ্বিতীয়ত, ভারতের বিরুদ্ধেই যদি খেতাবি ম্য়াচে মাঠে নামতে হয়, তবে তার স্টেজ রিহার্সালে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।
অবশ্য এর বাইরে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ানোর আশঙ্কাও রয়েছে অজিদের। কেননা, চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ভরাডুবির মুখে পড়লে তাদের টপকে এক নম্বর টেস্ট দলে পরিণত হবে টিম ইন্ডিয়া।
স্বাভাবিকভাবেই এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চান না অজি তারকারা। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ভারত সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে নিজেদের দেশেই। ভারতে উড়ে আসার আগে সিডনিতে সংক্ষিপ্ত প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
আরও পড়ুন:- WPL 2023: আমদাবাদের মেন্টর মিতালি, মেয়েদের আইপিএলে দিল্লির ‘কোচ’ হওয়ার প্রস্তাব ঝুলনকে
অস্ট্রেলিয়া ভারত সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা বোঝা যায় প্রস্তুতি শিবিরে চোখে পড়া কয়েকটি বিষয়েই। প্রথমত, স্টার্ক আঙুলে মোটা টেপ লাগিয়েও বল করছেন নেটে। তাছাড়া ভারতের মতো চটা ওঠা পিচে প্র্যাক্টিস সারতে দেখা যাচ্ছে অজি তারকাদের। ভারতে যে রকম শুকনো পিচে টেস্ট ম্যাচ আয়োজিত হয়, হুবহু তেমনই বাইশগজ তৈরি করে অনুশীলন সারছেন অজি তারকারা। পিটার হ্যান্ডসকম্বকে উইকেটকিপিংয়ের অনুশীলন করতেও দেখা যায় সিডনির ক্য়াম্পে।
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), অ্যাস্টন এগর, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খোওয়াজা, মার্নাস ল্যাবুশান, ন্যাথন লিয়ঁ, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।