
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার ২২ গজের লড়াই অন্যান্য বারের তুলনায় যেন কিছুটা হলেও আলাদা। অতীতের সিরিজের মতো স্লেজিং, উত্তপ্ত বাদানুবাদ, মাঠে উত্তেজনাকর পরিস্থিতি এ সব যেন চলতি সিরিজ থেকে উধাও। বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে ২২ গজের লড়াই চালাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া দুই শক্তিধর দেশ। টেস্ট শুরুর আগেও একে অপরের সেরা ক্রিকেটারকে লক্ষ্য করে করছে কোনও তির্যক মন্তব্য, কোনও কটাক্ষ। তবে এত কিছুর মধ্যেও একটি বিতর্কিত ঘটনার সাক্ষী থেকেছেন ভক্তরা। ইন্দোরে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ঘটেছিল ঘটনাটি। যে ঘটনায় জড়িয়ে পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা, অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অজি ব্যাটার মার্নাস ল্যাবুশেন। সেই ঘটনার বিষয়েই এ বার মুখ খুলেছেন ল্যাবুশেন।
আরও পড়ুন: ১৮ বলে ৫০, WPL-এ দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড সোফিয়া ডাঙ্কলির
ল্যাবুশেন জানিয়েছেন, তৃতীয় টেস্টের তৃতীয় দিন দিন ঠিক কি ঘটেছিল। কেন হস্তক্ষেপ করতে হয়েছিল আম্পায়ারকে। অশ্বিন এবং ল্যাবুশানের মধ্যে সে দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তৃতীয় টেস্টের তৃতীয় দিন যখন ম্যাচ জয়ের জন্য রান তাড়া করছিল অজিরা, তখন ঘটে ঘটনাটি। অজি ইনিংসের নবম ওভারে ঘটে ঘটনাটি। অশ্বিন ওই ওভারে সংক্ষিপ্ত রান আপে বল করছিলেন। মার্নাস ল্যাবুশেন ,অশ্বিনের বল না খেলে হঠাৎ করেই সরে দাঁড়ান। ওভারের প্রথম চার বলে অশ্বিন লম্বা রান আপেই বল করেন। কিন্তু এর পর সংক্ষিপ্ত রান আপে বল করার সিদ্ধান্ত নেন। এই সময়েই ঘটে ঘটনাটি। মার্নাস ল্যাবুশেন এই সময়ে ‘গার্ড’ না নিয়ে হাসিমুখে সরে দাঁড়ান। সঙ্গে সঙ্গে রোহিত শর্মা অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনের দৃষ্টি আকর্ষণ করেন বিষয়টিতে। এর পর রোহিত এবং জোয়েল দু'জনের সঙ্গেই মার্নাসের আলোচনা হয়।
আরও পড়ুন: মুখ পুড়িয়ে হারের হ্যাটট্রিক স্মৃতিদের, প্রথম জয় পেল গুজরাট
বিষয়টি নিয়ে বলতে গিয়ে মার্নাস বলেন, ‘অশ্বিন শর্ট রান আপে বোলিং শুরু করে। তবে আমি সেটা দেখছিলাম না। কারণ অশ্বিনের বড় রান আপের সঙ্গে আমার ব্যাটিংয়ের একটা ছন্দ তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই ছন্দকে অনুসরণ করছিলাম। ফলে আমি গার্ড নিইনি। আমি চোখ তুলে তাকাইনি কারণ আমি তখন অশ্বিনের বল খেলতে প্রস্তুত ছিলাম না। জোয়েল (উইলসন) আমার দিকে এগিয়ে এসে আমাকে বলে তোমাকে চোখ তুলে তাকিয়ে এ বার বলটা খেলতে হবে, যখন অশ্বিন প্রস্তুত হয়ে গেছে বল করতে। আমি উত্তরে জানাই আমি খুশি হয়েই বলটা খেলব জোয়েল, তবে অশ্বিন তো আমি প্রস্তুত হওয়ার আগেই বল করে দিচ্ছে। আমাকে প্রস্তুত হওয়ার সময়টাই দিচ্ছে না। জোয়েল তখন বুঝতে পারে যে, অশ্বিন আমার ছন্দকে ভাঙতে আলাদা কিছু করার চেষ্টা করছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports