শুভব্রত মুখার্জি: যে কোনও বোলারের কাছেই টেস্টের আঙিনায় পারফরম্যান্স করাটা খুব গুরুত্বপূর্ণ। কিপ্টে বোলিং, ব্যাটারদের নাকানি-চোবানি খাওয়ানো থেকে অবশ্যই উইকেট নেওয়া যে কোনও বোলারের কাছে গুরুত্বপূর্ণ। দিল্লি টেস্টে অজিদের হয়ে অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনম্যানের। আর ইন্দোরের তৃতীয় টেস্টে এসেই তিনি কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। আর এই কৃতিত্ব গড়ার পরে স্বাভাবিকভাবেই এই মুহূর্তকে 'অত্যন্ত স্পেশাল অনুভূতি' বলেই আখ্যা দিয়েছেন ম্যাথিউ কুনম্যান।
ইন্দোর টেস্টে ভারতের প্রথম ইনিংসে দিনের প্রথম সেশনেই স্পিন ভেল্কিতে ভারতীয় ব্যাটারদের বারবার সমস্যায় ফেলেছেন। এদিন তিনি মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। যার মধ্যে রয়েছে দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিলের উইকেট।
আরও পড়ুন:- Irani Trophy: রঞ্জিতে মাত্র ২৭০ রান করে ইরানিতে যশ ধুল, ৮০০ টপকেও কীভাবে বাদ বাংলার সুদীপ? প্রশ্ন তুললেন লক্ষ্মীরতন
কুনম্যানের স্পিন ভেল্কির জালে পড়ে এদিন ভারত অল আউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। দিনের শেষে ছয় উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে রয়েছে অজিরা। প্রথম দিনের খেলা শেষে ম্যাথিউ কুনম্যান জানিয়েছেন ' এটা অসাধারণ (মুহূর্ত)। ২২ গজে দলের হয়ে পারফরম্যান্স করতে পারাটা সবসময় আনন্দের। '
আরও পড়ুন:- IND vs AUS: কোহলিকে আগেই টপকেছেন শামি, এবার টেস্টে ছক্কা হাঁকানোয় বিরাটকে ছুঁলেন উমেশ যাদব
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।