শুভব্রত মুখার্জি: গলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট চলাকালীন হঠাৎ করেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ধরা দিলেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক ক্রিকেটার একেবারে চাঁচাছোলা ভাষায় প্রকাশ্যেই সকলকে বিস্মিত করে দিয়ে আক্রমণ শানালেন ফাওয়াদ আলমকে। বর্তমান পাকিস্তান টেস্ট দলের বাঁহাতি ব্যাটার ফাওয়াদ আলমের উদ্দেশ্যে তার সোজা সাপ্টা বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেটের চাপ যদি না নিতে পার তাহলে আমার লিগে এসে খেল।
প্রসঙ্গত গলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে পাক দলে কামব্যাক ঘটিয়েছেন ফাওয়াদ। সেই প্রসঙ্গে সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন 'ফাওয়াদ যদি আন্তর্জাতিক ক্রিকেটের চাপটা না নেয় বা না নিতে পারে তাহলে ও আমার কাছে চলে আসুক। এমএসএলে (আফ্রিদির নিজস্ব লিগ) এসে খেলুক ও। একজন ক্রিকেটারের পক্ষে নিজেকেই সামলাতে হবে এই চাপ। সেটা অন্য কারুর পক্ষে সম্ভব নয়। অতীতে যারা ভাল পারফরম্যান্স করেছে তাদের উপরেও চাপ থাকে। তাদের চাপটা আবার প্রত্যাশা পূরণের।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।