1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2023, 07:26 AM ISTAbhisake Koley
ICC Women's T20 World Cup: হিলির হাফ-সেঞ্চুরি, ৫ উইকেট গার্ডনারের, কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন, শুরুতেই বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া।
Ad
শুরুতেই বিরাট জয় অস্ট্রেলিয়ার। ছবি- এএফপি।
কেন তারা টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে সফল দল, বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে একতরফা লড়াইয়ে বিধ্বস্ত করে মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা।
আগের ৭টি মহিলা টি-২০ বিশ্বকাপের মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এবারও যে তারা খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছে, প্রথম ম্যাচেই তা স্পষ্ট করে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৯৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে হোয়াইট ফার্নসদের।
পার্লের বোল্যান্ড পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলি। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৫৫ রান করে সাজঘরে ফেরেন। ৩৮ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন।
এছাড়া ক্যাপ্টেন মেগ ল্যানিং করেন ৪১ রান। ৩৩ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ২২ বলে ৪০ রান করেন এলিস পেরি। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১৪ রান করেন গ্রেস হ্যারিস। খাতা খুলতে পারেননি বেথ মুনি ও জেস জোনাসেন। অ্যাশলেই গার্ডনার ৩, তালিয়া ম্য়াকগ্রা ৮, অ্যালানা কিং ১, মেগান শুট ১ ও ডার্সি ব্রাউন ৬ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৪ ওভারে মাত্র ৭৬ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ২১ রান করেন অ্যামেলিয়া কের। এছাড়া বার্নাডিন ১৪ ও জেস কের ১০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি সুজি বেটস, সোফি ডিভাইন ও ইডেন কার্সন। ম্যাডি গ্রিন ৯, হ্যানা রউই ৯, জেনসেন ৩, তাহুহু ২ ও ফ্রান জোনাস ১ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।