শুভব্রত মুখার্জি:- জার্মানির ফুটবল ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তারকা গোলরক্ষক অলিভার কান অবসর নেওয়ার পরে তিন কাঠির নিচে গ্লাভস পরিহিত নয়্যারের হাত আস্থা জাগিয়েছিল জার্মান সমর্থকদের মনে। ২০১৪ সালে দেশের জার্সিতে জিতেছিলেন বিশ্বকাপও। আর্জেন্তিনাকে হারিয়ে সেবার ব্রাজিলের মাটিতে দেশের হয়ে বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ম্যানুয়েল নয়্যার এবার তাঁর গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন তারকা জার্মান গোলরক্ষক। বুধবারেই তিনি এই ঘোষণা করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁর ভক্তদের।
জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ও প্রাক্তন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বুধবার অর্থাৎ ২১ অগস্ট ভারতীয় সময় সন্ধ্যার দিকে সোশ্যাল মিডিয়াতে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তাঁর দেওয়া এক ভিডিও বার্তায় তিনি তাঁর এই সিদ্ধান্তের ঘোষণা করেন।
প্রসঙ্গত তিনি জার্মানির হয়ে ৪টি বিশ্বকাপে খেলেছেন। ২০১৪ ফিফা বিশ্বকাপজয়ী নয়্যার বাস্তিয়ান সোয়েন্সটাইগারের পর জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও দীর্ঘদিন পালন করার নজিরও গড়েছেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তায় নয়্যার বলেছেন, ‘প্রিয় সমর্থকরা, প্রিয় জার্মান ফুটবল। এই দিনটা (অবসর) একটা সময়ে আসতেই হতো। আজ জার্মান জাতীয় ফুটবল দলের সঙ্গে আমার কেরিয়ার শেষ হল। যারা আমাকে চেনেন তারা সবাই জানেন এই সিদ্ধান্তটি নেওয়া একেবারেই সহজ ছিল না।’
তিনি আরও বলেন, 'অভিষেকের পর ১৫ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, প্রথম দিন যখন আমরা সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে খেলেছিলাম সেই ম্যাচে আমি খুবই নার্ভাস ছিলাম। জাতীয় দল আমাদের অনেক উত্থান,পতনের সাক্ষী। আর্জেন্তিনার বিরুদ্ধে মারকানা স্টেডিয়ামে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। আজ যখন সেইদিকে ফিরে তাকাই আমি এখনও নিজেকে নিয়ে আমার দেশকে নিয়ে গর্ব অনুভব করি। সাত বছরের বেশি সময় আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম। আমি জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছি, কোচ, কোচিং স্টাফ, সেই সময়ে যারা আমাকে সাহায্য করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।