শুভব্রত মুখার্জি: চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে ইউরো কাপ ফুটবল। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। যে লড়াইয়ে শিরোপা জয়ের অন্যতম দাবিদার জার্মান দল। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞ সদস্য টনি ক্রুস। ইউরো শেষ হয়ে যাওয়ার পরেই তিনি অবসর গ্রহণের কথা জানিয়ে দিলেন। বর্তমানে তিনি ক্লাব ফুটবলে খেলছেন রিয়াল মাদ্রিদ দলের হয়ে। তাঁর ক্লাব ফুটবলের ভবিষ্যত নিয়ে আলোচনার মাঝেই এবার জাতীয় দলে তাঁর ভবিষ্যত তিনি স্পষ্ট করে দিলেন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মঙ্গলবার একটি পোস্ট করেন ক্রুস। সেই পোস্টেই তাঁর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
আরও পড়ুন: দিনটা আমাদের ছিল না- KKR-এর কাছে বিশ্রী হারের পরেও আশার কথা শোনালেন কামিন্স
প্রসঙ্গত এর আগেও একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করে ছিলেন ক্রুস। কিন্তু পরবর্তীতে দেশের প্রয়োজনে এবং কোচের অনুরোধে সাড়া দিয়ে গত ফেব্রুয়ারিতে ফের ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। মার্চে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির হয়ে খেলেন তিনি। এবারের ইউরো কাপ অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতেই।জুলিয়ান নাগেলসমানের দলে থাকা এই বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার দলের অন্যতম ভরসার পাত্র। ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপ জয়ের মিশনে দুর্দান্ত পারফরম্যান্স ছিল টনি ক্রুসের। ব্রাজিলে অনুষ্ঠিত ওই বিশ্বকাপ আসরের পরেই রিয়ালে যোগ দেন তিনি। চলতি মরশুম শেষ হলেই রিয়ালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সেই চুক্তির মেয়াদ আদৌও বাড়বে কিনা, তা এখনও অজানা।
আরও পড়ুন: প্রত্যেকেই নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছে- KKR-এর সাফল্যে টিম গেমের স্তুতি শ্রেয়সের মুখে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।