ওয়েন রুনির মতো বাইসাইকেল কিক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন - অবিশ্বাস্য গোল করে প্রিমিয়র লিগ মাতিয়ে দিলেন আলেয়ান্দ্রো গ্যারাঞ্চো। এভার্টনের বিরুদ্ধে গডিসন পার্কে ১৫ গজ দূর থেকে শূন্যে ভেসে অবিশ্বাস্য গোল করেন আর্জেন্তিনার ১৯ বছরের তরুণ। যে গোলটা দেখার পরে কেউ-কেউ বলতে শুরু করেছেন, এটা তো এই মরশুমের সেরা গোল বটেই, প্রিমিয়র লিগের ইতিহাসে অন্যতম সেরা গোলও বটে। ওই গোলে এতটাই মুগ্ধ হয়েছে দুনিয়া যে এভার্টনের বিরুদ্ধে ম্যান ইউয়ের ৩-০ গোলে জয়ের কথা সকলে ভুলেই গিয়েছেন।
রবিবার গডিসন পার্কে ম্যাচের তিন মিনিটে সেই অবিশ্বাস্য গোল করেন গ্যারাঞ্চো। বাঁ-দিক থেকে দিয়েগো দালোতের ক্রসের জন্য এভার্টনের গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন আর্জেন্তিনার খেলোয়াড়। তবে বলটা সামনে দেননি দালোত। বরং গোলের থেকে কিছুটা দূরে ক্রস দেন। তা দেখতে পেয়ে আর সামনের দিকে না গিয়ে গোলের উলটো দিকে যেতে থাকেন গ্যারাঞ্চো। তারপর ১৫ গজ দূর থেকে শূন্যে ভেসে বাইসাইকেল কিক মারেন। যা একেবারে স্বপ্নের ‘ডেস্টিনেশন’ বাঁ-দিকের ‘টপ-কর্নারে’ জড়িয়ে যায়।
যে গোল দেখে স্রেফ চুপ হয়ে যান এভার্টনের ১০,০০০ ফ্যান। যাঁরা প্রিমিয়র লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। কারণ আর্থিক অব্যবস্থাপনার জন্য এভার্টনের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তারইমধ্যে কমেন্ট্রি বক্সে বিখ্যাত ধারাভাষ্যকার পিটার ডুরি বলেন, 'ও! অবিশ্বাস্য! ও! অবিশ্বাস্য! হতবাক হয়ে যাওয়া গডিসন পার্কের সামনে এটা (সর্বকালের) অন্যতম সেরা গোল। স্পেশালের থেকেও স্পেশাল। ও কীভাবে গোলটা করল?'
আরও পড়ুন: Mohun Bagan vs Odisha FC Live Streaming: তিন পয়েন্ট চাই-ই! AFC কাপে কোথায় বিনামূল্যে মোহনবাগান-ওড়িশার ম্যাচ দেখবেন?
আর সত্যিই স্পেশাল থেকেও স্পেশাল গোল করেছেন গ্যারাঞ্চো। যে গোলটার সঙ্গে ২০১১ সালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে রুনির করা সেই বাইসাইকেল কিকের গ্যারাঞ্চোর গোলের অনেকটা মিল আছে। আর গোলের পর যে কায়দায় সেলিব্রেশন করেন, তা ম্যান ইউয়ের প্রাক্তন তারকা রোনাল্ডোর মতোই। রোনাল্ডো যেমন ‘সিউ’ এবং ‘আমি এখানে আছি’ সেলিব্রেশন করেন, সেরকমই করেন আর্জেন্তিনার তারকা গ্যারাঞ্চো।
অথচ নিজের চোখেই বলটাকে জালে জড়াতে দেখেননি বলে জানান গ্যারাঞ্চো। ম্যাচের পর ম্যান ইউ তারকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারিনি। কীভাবে গোলটা করেছি, সেটা দেখেছি। আমি শুধু দর্শকদের আওয়াজ শুনি। সেটা শুনে আমি বলি যে ও মাই গড। আমার করা অন্যতম সেরা গোল। আমি খুব খুশি।’
আরও পড়ুন: AFC Cup 2023-24 Equation: ওড়িশার ‘ফ্যান’ হয়ে যাবে! কোন অঙ্কে AFC কাপের সেমিতে উঠবে মোহনবাগান? রইল সমীকরণ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।