আর মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ থাকছেন না আন্তোনিও হাবাস লোপেজ। তাঁর পরিবর্তে স্পেনেরই জোসে মোলিনাকে হেড কোচ করে আনল সবুজ-মেরুন ব্রিগেড। তবে মোলিনার কাছে কলকাতা পুরোপুরি অচেনা বা অজানা নয়। কারণ তিনি ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এটিকের কোচ ছিলেন। এখন আর এটিকের অস্তিত্ব না থাকলেও আইএসএলের মঞ্চে প্রত্যাবর্তন হল সেই স্প্যানিশ কোচের। যিনি গত তিন বছর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টেকনিকাল ডিরেক্টর পদে ছিলেন। তবে এবারের চ্যালেঞ্জটা তাঁর কাছে একেবারেই আলাদা হতে চলেছে। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে এটিকে আইএসএল জিতলেও সেই দলের উপর সমর্থকদের তেমন চাপ ছিল না। কিন্তু এখন তিনি মোহনবাগানের কোচ। কোটি-কোটি সমর্থকদের চাপ সামলে কীভাবে তিনি সবুজ-মেরুন ব্রিগেডকে সাফল্য এনে দেন, সেদিকে নজর থাকবে সকলের।
মোহনবাগানের হেড কোচ হওয়ার পরে মোলিনার প্রতিক্রিয়া
যদিও সেই বিষয়টি নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না মোলিনা। নয়া দায়িত্ব পাওয়ার পরে মোহনবাগানের হেড কোচ বলেছেন, 'মোহনবাগান সুপার জায়ান্টের অংশ হতে পেরে গর্বিত বোধ করছি, যে ক্লাব অত্যন্ত ঐতিহ্যশালী। আগামিদিনে মোহনবাগান যাতে আরও সাফল্য পায়, তা নিশ্চিত করার চেষ্টা করব। মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের দায়িত্ব দেওয়ায় আমি (সঞ্জীব) গোয়েঙ্কাকেও ধন্যবাদ জানাতে চাই।'
আরও পড়ুন: CFL-এ মোহনবাগান কোচের দায়িত্বে কার্দোজো
মোলিনার ইতিবৃত্ত
১) ২০১৬ সালে এটিকে ক্লাবকে আইএসএল জিতিয়েছিলেন মোলিনা। লিগ পর্যায়ে চতুর্থ স্থানে শেষ করেছিল এটিকে। কিন্তু ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে পেনাল্টি শ্যুট-আউটে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। যা এটিকের দ্বিতীয় আইএসএল ট্রফি ছিল।
২) মোলিনার কোচিংয়ে ১৭টি ম্যাচে ২০টি গোল করেছিল এটিকে। সেইসঙ্গে রক্ষণভাগও মজবুত রেখেছিলেন মোলিনা। আর গতবার মোহনবাগানের ডিফেন্সে প্রচুর ফাঁকফোকর ছিল। সেই রোগের ওষুধ খুঁজে বের করতে হবে মোলিনাকে।
৩) এটিকের কোচিং করানোর আগে লা লিগায় কোচিংয়ের অভিজ্ঞতা ছিল মোলিনার। ভিয়ারিয়ালের মতো দলের কোচ ছিলেন।
৪) স্পেনের জাতীয় দলের হয়ে ন'টি ম্যাচ খেলেছিলেন গোলকিপার মোলিনা। ১৯৯৬ সাল থেকে ২০০০ সালের মধ্যে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
মোহনবাগানের হেড কোচ হিসেবে মোলিনার চ্যালেঞ্জ
১) গতবার হাবাসের কোচিংয়ে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ফলে এবারও সমর্থকরা আশা করবেন যে মোহনবাগান ২০২৪-২৫ সালে শিল্ড চ্যাম্পিয়ন হবে। সঙ্গে আইএসএল চ্যাম্পিয়নও হতে চাইবেন তাঁরা।
২) শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এএফপি চ্যাম্পিয়ন লিগ ২-র গ্রুপ পর্যায়ে সরাসরি খেলবে মোহনবাগান। গতবার এএফসি কাপে শোচনীয় পারফরম্যান্সের পরে এবার এশিয়ার ক্লাবস্তরের ফুটবলে ভালো ফল করতে মুখিয়ে আছে সবুজ-মেরুন ব্রিগেড। যা মোলিনার জন্য সেটাও একটা বড় পরীক্ষা হতে চলেছে। গতবার জুয়ান ফেরান্দোর যে চাকরি গিয়েছিল, তার অন্যতম কারণ ছিল এএফসি কাপে মোহনবাগানের ব্যর্থতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।