
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুক্রবার সন্ধ্যায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের একাদশ মরশুমের আসর। এদিন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি দ্বৈরথ দিয়েই শুরু হচ্ছে আইএসএলের এগারো-তম মরশুম। বরাবরই কলকাতার ঐতিহ্যবাহী সবুজ-মেরুন বাহিনীর চিরপ্রতিদ্বন্দ্বী তাদের প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গল এফসি। কিন্তু আইএসএলের মঞ্চে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী হল মুম্বই সিটি এফসি।
আইএসএলে এই দুই দলের মধ্যে দশবার লড়াই হয়েছে। এই দশবারের মধ্যে মাত্র একবার জিতেছে মোহনবাগান। গত মরশুমে সেই জয়ই তাদের এনে দেয় লিগের একমাত্র শিল্ড জয়ের আনন্দ। কিন্তু মুম্বইয়ের দলের বিরুদ্ধে তাদের সামগ্রিক পরিসংখ্যান মোটেই আনন্দদায়ক নয়। আইএসএলে দুই দল মুখোমুখি হয়েছে ১০বার। তার মধ্যে সাতবার জিতেছে মুম্বই সিটি এফসি। দু’বার ড্র হয়েছে ও একবার জিতেছে মোহনবাগান।
আরও পড়ুন… রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিত শর্মাকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা
ইন্ডিয়ান সুপার লিগের শেষ আটটি হোম ম্যাচের প্রতিটিতে গোল করেছে মোহনবাগান। এর মধ্যে সাতটিতে অন্তত দু’গোল করেছে তারা। এই নিয়ে তৃতীয়বার আইএসএল মরশুমের প্রথম ম্যাচ খেলছে মোহনবাগান। এই তিন ম্যাচের মধ্যে দু’বারই জিতেছে তারা, দু’বারই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। লিগে গোল হজম করার সেঞ্চুরি থেকে আর মাত্র দু’গোল দূরে তারা। এর আগে আরও ১৩টি দল একশো বা তার বেশি গোল হজম করেছে এই লিগে। এখনও পর্যন্ত ৯৪ ম্যাচে ৯৮ গোল খেয়েছে মোহনবাগান। এই ম্যাচে মোহনবাগান এসজি জিতলে তাদের গোলকিপার বিশাল কায়েথের এটি ৫০তম জয় হবে।
মুম্বই সিটি এফসি তাদের শেষ ১৩টি আইএসএল-ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে। বাকি ১১টি ম্যাচেই জয় পেয়েছে তারা। একমাত্র হারটি তারা মোহনবাগানের কাছেই হেরেছিল। এখনও পর্যন্ত মোট ৬৬টি আইএসএল ম্যাচে কোনও গোল খায়নি মুম্বই সিটি এফসি, যা এই লিগের ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্লাস্টার্স ও এফসি গোয়া ৪৮টি করে ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে।
আরও পড়ুন… IND vs BAN Test: পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক
চলুন দেখে নেওয়া যাক কখন, কোথায়, কীভাবে দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির এই ম্যাচ।
এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি
এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে খেলা হবে।
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ভারতীয় সময়ে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ম্য়াচটি শুরু হবে।
আরও পড়ুন… গৌতম গম্ভীরের পরিবর্তে KKR-এর মেন্টর হবেন রিকি পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক?
স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ
জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম গিয়ে আপনি ফ্রি-তে এই ম্যাচটি দেখতে পাবেন। এটা ফ্রি টু ওয়াচ। ভারতের বাইরে থেকে অনলাইনে এই ম্যাচ দেখতে হলে (http://onefootball.com/) লিঙ্কে গিয়ে দেখতে হবে। এছাড়াও ম্যাচ সংক্রান্ত লাইভ আপডেট পেতে ও অন্য সব খবর দেখতে হলে আপনাকে HT বাংলাতে চোখ রাখতেই হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports