
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ইতিহাস তৈরির মুখে দাঁড়িয়ে আছে মহমেডান স্পোর্টিং। শনিবার 'ভার্চুয়াল ফাইনালে' ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে জিতলেই প্রথমবার আই লিগ জিতবে সাদা-কালো ব্রিগেড।
আপাতত আই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে গোকুলাম। ১৭ ম্যাচে পয়েন্ট ৪০। গত ম্যাচেই গোকুলামের কাছে আইপিএল ট্রফি ধরে রাখার সুযোগ ছিল। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে গোকুলাম মরশুমের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বড়সড় সুযোগ এসেছে মহামেডানের সামনে।
আরও পড়ুন: ফি ছাড়াই I-League জয়ী দল সুযোগ পাবে ISL-এ, বদলাচ্ছে ঘরোয়া ফুটবল ক্যালেন্ডার
আপাতত ১৭ ম্যাচে সাদা-কালো ব্রিগেডের পয়েন্ট ৩৭। সেই পরিস্থিতিতে ড্র করলেই জিতে যাবে গোকুলাম। কিন্তু আই লিগ জয়ের জন্য জিততেই হবে মহামেডান। আজ জিতলে সাদা-কালো ব্রিগেডেরও পয়েন্ট ৪০ হবে। তবে মুখোমুখি সাক্ষাতের বিচারে চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।
কোথায় হবে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ?
আজ (শনিবার, ১৪ মে) আই লিগের ‘ফাইনাল’ ম্যাচে মুখোমুখি হতে চলেছে গোকুলাম কেরালা এবং মহামেডান স্পোর্টিং। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হবে।
কখন হবে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ?
শনিবার সন্ধ্যা সাতটা থেকে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ শুরু হবে।
কোন চ্যানেলে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ দেখা যাবে?
1Sports TV-এ লাইভ দেখা যাবে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ।
অনলাইনে কোথায় গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ দেখা যাবে?
1Sports TV-র ফেসবুক পেজে গোকুলাম কেরালা বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচের লাইভ স্ট্রিমিং (Gokulam Kerala FC vs Mohammedan SC Live Streaming) দেখা যাবে। সেইসঙ্গে যাবতীয় লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus