প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অ্যান্টনি রেবেলো। বয়স হয়েছিল ৬৫। যিনি সত্তর এবং আশির দশকে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার দু'বার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ।
সোমবার সকালে গোয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার রেবেলো। যিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সালগাওকারে খেলতেন। অর্থাৎ ১১ টি মরশুমে গোয়ার জায়ান্টদের হয়ে খেলেছিলেন। ১৯৮৩-৮৪ মরশুমে গোয়া যখন প্রথমবার সন্তোষ ট্রফি জিতেছিল, সেই ইতিহাস গড়া দলের সদস্য ছিলেন। ১৯৮২ সালে কুয়ালামপুর মারডেকা কাপের ভারতীয় দলের ছিলেন। তারপর সিওলে প্রেসিডেন্টস কাপে খেলেছিলেন। সেইসময় রীতিমতো স্ট্রাইকারদের কাছে ত্রাস ছিলেন। যিনি সত্তর এবং আশির দশকের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন রেবেলো।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন এআইএফএফের সভাপতি। তিনি বলেন, 'অসামান্য দক্ষতা এবং নাছোড়বান্দা মনোভাবের নিজের সময়ের অন্যতম শ্রদ্ধেয় ডিপেন্ডার ছিলেন রেবেলো। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা যেন শান্তিতে ঘুমায়।' শোকপ্রকাশ করেন সর্বভারতীয় সেক্রেটারি জেনারেলও। তিনি বলেন, ‘রেবেলো একজন সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন। আবেগ দিয়ে খেলতেন তিনি। দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে বড়সড় নাম ছিল তাঁর। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত ভারতীয় ফুটবল।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।